আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে রঙধনু

তখন মা অমৃতাকে গল্পটি শোনালেন। গল্পটির শুরু অবশ্য আমাদের পৃথিবীতে নয়। অগনিত গ্রহ-নক্ষত্রশোভিত অসীম মহাশূন্যে ঘূর্ণায়মান একটি গ্রহে এই গল্পের শুরু। গ্রহের নাম আনন্দ। এই গ্রহে যারা বাস করে তারা সবাই অফুরন্ত আনন্দে দিন কাটায়।

তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা পথে চলে না। আর তাই এই আনন্দ কখনও ফুরিয়ে যায় না; দুচোখ বেয়ে তাদের দুঃখের অশ্রু ঝরে না।
এই আনন্দ গ্রহ এবং বাকি সব গ্রহ-নক্ষত্রের একজন অধিপতি আছেন। কেউ তাকে ডাকে দয়াময়, কেউ ডাকে মঙ্গলময়, কেউ বা ডাকে বিশুদ্ধ জ্ঞানী। আর কেউ কেউ তাকে ডাকে অনন্ত জ্যোতি বলে।

অনন্ত জ্যোতিকে দুচোখে দেখা যায় না। তাঁকে দেখতে হয় ভালোবাসায় গড়া হৃদয় দিয়ে। আর তার নির্দেশে কখনও কখনও আনন্দ গ্রহের অধিবাসীদের যেতে হয় পৃথিবীতে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।