আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে বাংলাদেশ

কবিতা মনের কথা বলে।

স্বপ্ন ছিল সাধ ছিল এই দেশটাকে নিয়ে অনেক দিনের গর্ব ছিল যা গেছে হারিয়ে। কালের গহব্বরে যেন সবই হল গত আজকে যা অবাক করে, কালকে করবে হত- জানিনা কি করাল গ্রাসে ধংস যগ্গে ব্রত? সোনার দেশে নাইরে সোনা শুধুই হেরি মাটি একদিন এ মাটিই ছিল সোনার চেয়ে খাটি। মাটিই খাটি, নয়রে সোনা কজনা বল জানে? দেশটা নিয়ে কেউ ভাবে না,থাকে দলের সনে। হৃদয় দিয়ে যে দেশটাকে স্বপ্ন ঘেরা দেখি রাত পোহালে হিংস্র থাবায় ক্ষিন মম আঁখি।

সবুজ শ্যামল কোমল আঁচল জড়ায়ে আমার দেশ কোথাও গেলে পাবে নাকো মধুর এই আবেশ! সাঁঝ সকালে রাত পোহালে পাখ পাখালির রব আনচান করে মন চলে যায়,দুঃখ ভুলে সব। সেই দেশেতে জন্ম আমার ভাবতে অবাক লাগে- গর্বে আমার বুক ভরে যায়,অতৃপ্ত অনুরাগে। স্বপনে শয়নে হৃদয় বন্ধনে থাকে আমার দেশ সব ভুলে যাও,দুর করে দাও দুঃখ যন্তনা ক্লেষ। সোনার দেশের সোনার ছেলে সোনার মানুষ হও দলাদলি ভুলে হৃদয় পটে বাংলার মানচিএ একে নাও। জননী জন্মভূমি কতনা অসহায় দেখ! দেশের কল্যানে তব থাকুক বাসনা এ মম কামনা, সবার ত্বরে,হৃদয়ে বাংলাদেশ ধারন কর বঙ্গ জননীর ঋন শোধিবারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।