আমাদের কথা খুঁজে নিন

   

নবীন গান

নবীন গান নবীন মোরা, নিত্য-নতূন সৃষ্টি মোদের জীবন ধারা। পুরনোকে ভেঙ্গে নতুনকে গড়ি মুছে ফেলি অকাতরে দুঃখ-দৈন্য উড়িয়ে দেই বিশ্বময় অনুদিন শান্তির কপোত। হৃদয় জুড়ে রয়েছে মোদের ভালবাসার আলোক আভা ছড়ায় ভুবন মাঝে তা জীবনভর। দুর করে দেয় ভয়-জঞ্চাট দুঃখ দহন অনল, জাগিয়ে দেয় নির্দয় হৃদয়ে অনুকম্পার অনুরাগ। হয়ে এক জীবনে অনন্ত রূপিণী গড়ে তুলি নিত্য-নতূন সৃষ্টি, মোরা রাত্রির জোছনা আভা জেগে থাকি অতন্দ্র আঁখি হয়ে দুঃখিনীর কুঁড়ে ঘরে সুখ ছায়ায়, ছড়াই আলো পথিকের পথে পথে যে পথে চলতে ভয় জাগে মনে।

মোরা দিবসের রবির আলোক ঝটা রাঙ্গিয়ে দেই অনিন্দ্য সুন্দর ভুবন করি উন্মোচন আগামী দুয়ার দেখাই সম্ভাবনার পারাবার, মোদের জীবন গতি স্রোতের মতন ছুটে চলি অনল স্রোত গর্ভে সীমাহীন দুঃস্বপ্নের বুকে। মোদের দেহ-মন কুসুম কোমল মোরা ফোটাই শান্তি কমল বহে জগতে সুখের পরিমল। বহুদূর যাত্রাপথে-সুমধুর সুরে মোরা নামি পাতাল পুরে ভেসে বেড়াই আকাশ গঙ্গায় শতকোটি নিহারীকার বন্যায় জ্বালাই প্রদীপ দিবস-নিশি-সন্ধ্যায়। বিশ্বকে একই প্রানে বঁাধবো বলে মোরা জ্বালাই মুক্তির মশাল দূর হয় পরাধীন শৃঙ্খলের গ্লানি আসে স্বাধীনতা আর লাল সূযের্ রানী। মোদের দু’নয়নের সিক্ত জল ধারায় ভাসে আগামী দিনের সম্ভাবনার ভেলা মোরা ফিরে আসি জগতের ঘরে ঘরে সুমহান শাশ্বত মঙ্গলময়ী সাইমুম বেগে তাতে ক্ষুধা-ভয়-জঞ্চাট হয় দূর।

মোরা যুগে যুগে গড়ে তুলি ইনকিলাব নিয়ে আসি রাঙ্গা আফতাব, এক ইত্তেফাক। চির প্রস্তান দিবসে, মোরা গোধূলী বেলায় শশ্মান প্রান্তরে ভেসে বেড়ানো মানব আত্মা। মোরা অরুন পান্তরের রাঙ্গা নবীন রাঙ্গাই পৃথিবীকে স্বপ্ন সবুজ মনে। এই হল মোদের নবীন গান আগামী দিন শুধু সম্ভাবনার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।