আমাদের কথা খুঁজে নিন

   

নবীন কিশলয়

নবীন কিশলয় ওগো আমার নবীন কিশলয় যেদিন তোমার যাত্রা হবে শুরু ঝরা পাতার ঘূর্ণিপাকে হদয় দুরু দুরু সেদিন আমরি বিদায়ের প্রহর। তোমার ভুবন আলোয় রবে ভরে পাখিরা গান গাহিবে সুরে সুরে ¯িœগ্ধ আতর ছড়িয়ে ফুলে ফুলে, চপল হাওয়া বহিবে দুুুলে দুুুুুুলে বিদায় আমার হোক না বিধুঁর হোক না জ্বালাময় তবু,তোমারছোয়ায় এই ধরাতল হোক মঁধুময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।