আমাদের কথা খুঁজে নিন

   

অবাক করা অবাক মানুষ...........

পড়ালেখা ছাড়া আর সব কিছুই অত্যন্ত নিষ্ঠার সাথে করি........... আজকে আমার যে অভিজ্ঞতাটা হল--হয়ত বা ঠকেছি,বোকামি করেছি অথবা হয়ত আজই দেখা পেলাম অসাধারণ একজন মানুষের। অন্যদিনকার মতই কোচিং শেষে রিকশার জন্য অপেক্ষা করছিলাম। ওখান থেকে অন্য একটা কোচিং এ যাবো। কিন্তু রিকশা আর পাই না। খানিক পরেই যাত্রী নিয়ে অন্য একটা রিকশা রাস্তার ওপাশে থেমে দাঁড়াল।

রিকশাওয়ালা আমার দিকে তাকাতেই আমি বললাম, ''যাবেন?'' ''Wait mam,coming'' ওপসসসস...আমি তো হা। আমার মনে হল হয় আমি ভুল শুনেছি নয়ত আমার পাবনা যাবার সময় হয়ে গেছে!!এবার রিকশাওয়ালা আমার সামনে এসে দাঁড়াল। আর বলে উঠল, ''How can I help you little sis?'' মা রে মা!!আমি উত্তর দিব কি!!স্বপ্ন দেখছি না তো!!!যাই হোক কোনমতে ভাড়া ঠিক করে উঠলাম রিকশায়। রিকশা চলে,আমি চুপচাপ। কিন্তু মনের ভেতর বারাবার খোচাচ্ছে-ব্যাপারটা কি......ব্যাপারটা কি?শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম।

এবং সেই ব্যক্তি অসাধারণ ইংরেজীতে যা বলল তার সারমর্ম হল এই, উনি অনেক বড় ঘরের ছেলে। বাপ-চাচারা অনেক সম্পদের মালিক। আর উনি নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কিন্তু গ্রামের বাসায় গিয়ে উনি এক গ্রাম্য মেয়ের প্রেমে পরে যান। আর পরে ঐ মেয়েকেই বিয়ে করেন।

আর এর ফলাফল যা হয় আর কি....ওনাকে ত্যাজ্য করা হয়। তখন থেকে ওনার সাথে ওনার পরিবারের কোন যোগাযোগ নেই আর। তার ভাষায়,''Love is blind,you know,so i left home for my love''!!!!!!!!!!!!!!!!! যাই হোক উনি একটা ভালো চাকরি পেয়েছিলেন কিন্তু কোন কারণে চাকরি চলে যায়। তারপর টিউশনি করে সংসার চলছিল। কিন্তু এর ওনার স্ত্রী অসুস্থ হয়ে এখন হাসপাতালে।

তার অপারেশনের জন্য লাগবে কিন্তু এত অল্প সময়ের মধ্যে তার পক্ষে যোগাড় করা সম্ভব না। তাই রাতে টিউশনি আর দিনে............. পুরো অবাক লাগল তার ঘটনাটা শুনে। ইচ্ছা হচ্ছিল কিছু সাহায্য করি। আবার এটাও মনে হচ্ছিল যদি ফেইক হয়!!! আজকাল তো এসবের অভাব নেই। কি করি.....কি করি......ভীষণ দ্বিধা হচ্ছিল।

মডেমের খরচটা আমি নিজের হাতখরচ থেকেই বের করে নিই। কয়দিন ধরেই টাকাটা ব্যাগে পড়ে র‌য়েছে আর ওটার মেয়াদও আরো বেশ কয়দিন আছে। আর আম্মুর কাছে চাইলেই টাকাটা পাবো....তো এই টাকাটা দেয়াই যায়.........আমি আসলে লোকটাকে সাহায্য করার জন্য একটা অজুহাত খুঁজছিলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম.........কারণ এই কাজটা না করলে মনে খুঁতখুঁতানিটা বয়ে বেড়াতে হত অনেকদিন। ভুল করলাম কি ঠিক করলাম জানিনা কিন্তু টাকাটা হাতে নিয়ে ওনার ভেজা চোখের দৃশ্যটা মনে থাকবে অনেক দিন।

আমার সাথে তার শেষ কথা,''I wish you the possible happiest life on the earth and the same for your afterlife also''!!!!! সত্যিই অনেকদিন মনে থাকবে আজকের এই ঘটনাটা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.