আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ জামাতের সৃষ্টি ! না হয় হঠাত্ করে আমারদেশ - দিগন্তের এত দর্শকপ্রিয়তা কেন ?

এর আগে ধাই ধাই করে বেড়েছে, দৈনিক আমারদেশের প্রচার এবং সার্কুলেশন। ১২ টাকা দাম বাড়িয়েও পত্রিকাটির কাটতি দেখে ভিমরি খেয়েছেন অভিজ্ঞ মহল। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে পত্রিকাটি বন্ধ করে দিয়ে এর সম্পাদক কে গ্রেফতারও করেছে। গত কয়েক মাস ধরে একই ধারা অনুসরণ করে অভূতপূর্ব অবস্থানে চলে এসেছে দিগন্ত টেলিভিশন। এই টি,ভি'র কর্মীরাও নাকি টাসকি খাওয়ার অবস্থা! নিজেরা জীবনে ভাবতেও পারনেনি, দিনের অধিকাংশ সময় হোমিওপ্যাথির বিজ্ঞাপন চালানো এ চ্যানেলের এ অবিশ্বাস্য দশকপ্রিয়তা কেন? নীচের লিংকটি পড়লে তার প্রমাণ পাওয়া যায়। Click This Link শাহবাগ থেকে যাদের কে বর্জনের ডাক দেয়া হয়েছে তাদের এত বড় অর্জন সত্যিই বিস্ময়কর। হয়তো কিছুদিন পর দেখা যাবে ইসলামী ব্যাংক অতীতের সকল রেকর্ড ভংগকারী অর্জন নিয়ে হাজির হবে। তাই আমার প্রশ্ন জাগে শাহবাগ জামাতের-ই সৃষ্টি নয়তো? সব কিছুতেই যখন জামাত দেখেন শাহরিয়ার কবীর ভাইয়েরা, একদিন সকালে উঠে হয়তো বলবেন শাহবাগে-ও জামাতের হাত ছিল। ইমরাণ সরকারের দাড়ি দেখেতো ছাগু ছাগু মনে হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.