আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ মন্ঞ না শাহবাগ চেতনাই আসল

আমি শাহবাগের চেতনাই বিশ্বাসী। কারন এই চেতনা হল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা আমাদের তারুন্যের জাগরণ। কিন্তু শাহবাগের মন্ঞকে না বলছি। কারন ঐ মন্ঞে যারা উপবিস্ট আছেন তাদের অনেকে আজ প্রভাবিত, কলুষিত, প্ররোচিত। মন্ঞের চেয়ে ধর্ম, দেশ, জাতি বড়।

মন্ঞের লোক সার্থানেষী হতে পারে; চেতনা নহে। তাই শাহবাগের চেতনাই বড় শাহবাগের মন্ঞ না। যখন আমরা প্রথমদিকে শাহবাগ ছিলাম তখন কিছু স্লোগান দরতাম। এর মধ্যে ছিল "দল মত যার যার দেশ মোদের সবার" নিজেও গলা ছেরে বলেছি। যখন শুনি "ধর্ম ভিক্তিক রাজনিতী বন্ধ করুন" কেমন জানি লেগেছে।

তারপর মিডিয়ার মারফত জানতে পারলাম শাহবাগ মন্ঞ ধর্ম ভিক্তিক রাজনিতী বন্ধের কথা অস্বিকার করেছে। তাহলে কি আমার মত হাজার লোকের কান ভূল শুনেছে!!! নাকি আবহও্য়া দেখে মন্ঞ রুপ পাল্টেছে!!! খুবই নিরাশ হলাম। এটা হইতো অনেক উপমার একটা। অনেকে হইত আমাকে তথাকথিত শিবির বা বিনপির লোক/সাপোর্টার মনে করবেন। আপনাদের জ্ঞাতার্থে বলছি আমি শিবির, আওয়ামিলিগ, বিনপি এবং অন্যান্য বাংলাদেশী পলিটিকাল দলগুলারে পছন্ধ করিনা।

যা বলছিলাম, শাহবাগ মন্ঞ হটকারী হলেও শাহবাগ চেতনা না। সুতারাং শাহবাগ মন্ঞ না শাহবাগ চেতনাই আসল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.