আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ প্রিয় শাহবাগ

[চাইলে যেকেউ এটা শাহবাগ চত্ত্বরে আবৃত্তি করতে পারে] মানুষ সবচেয়ে সুন্দর মানুষের জিভ যখন উচ্চারণ করে তার মহৎ হৃদয় শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী শ্রেষ্ঠ আইন পৃথিবীর সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে পৃথিবীর সর্বোচ্চ মঙ্গল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান মানুষ সবচেয়ে সুন্দর ন্যায়ের দাবীতে অটল হয়ে ওঠে যখন লক্ষ লক্ষ দ্রোহী হাত মানুষ সবচেয়ে সুন্দর সত্যের স্লোগানে স্লোগানে হয়ে ওঠে যখন অন্তহীন উত্তাল শাহবাগ প্রিয় শাহবাগ এখন সেইসব অতুলনীয় মানুষের উত্তাল সাগর সমস্ত মরচে পড়া মানুষ দেখেছি সত্য-প্রেমী এই জনসমুদ্রের অন্তহীন ঢেউ হয়ে ওঠেছে আবার শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান পৃথিবীর সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী শ্রেষ্ঠ আইন পৃথিবীর সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে পৃথিবীর সর্বোচ্চ মঙ্গল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান মুহম্মদ চিরজীবী হয়েছেন কারণ ন্যায়ের দাবীতে তিনি মাথা উঁচু করেছিলেন পুরোটা জীবন মহম্মদ হাসছেন এখন এই শাহবাগের সাগরের ন্যায়ের দাবীর শব্দ শোনে মরে যায়নি সক্রেটিস কারণ ন্যায়ের দাবীতে অটল ছিলেন তিনি এমনকি তার মৃত্যুক্ষণেও এমনকি মৃত্যুর মুহুর্তে মোরগের দেনাটাও মিটিয়ে দিতে চেয়েছিলেন তিনি তাই হেমলকেরই মৃত্যু ঘটেছে ওই সক্রেটিসেরই ঠোঁটে সক্রেটিন এসেছেন এসছেন আবার আমাদের এই শাহবাগ চত্ত্বরে যিশুর মৃত্যু হয়নি কখনো কারণ যিশু তার সত্যের দাবীতে অটল ছিলেন ক্রশের উপর ডানা মেলে উড়ছেন আর মৃদু হাসছেন যিশু এই শাহবাগের দিকেই চেয়ে হাসছেন তার মাথার উপর অসঙখ্য নক্ষত্রের উজ্জ্বলতা দেখে আর তার পায়ের নিচে অগণন মানুষের ন্ক্ষত্রের মতো জ্বলে উঠা দেখে কারণ শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান মানুষ সবচেয়ে সুন্দর মানুষের জিভ যখন উচ্চারণ করে তার মহৎ হৃদয় মানুষ সবচেয়ে সুন্দর ন্যায়ের দাবীতে অটল হয়ে ওঠে যখন লক্ষ লক্ষ দ্রোহী হাত মানুষ সবচেয়ে সুন্দর সত্যের স্লোগানে স্লোগানে হয়ে ওঠে যখন অন্তহীন উত্তাল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান পৃথিবীর সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী শ্রেষ্ঠ আইন পৃথিবীর সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে পৃথিবীর সর্বোচ্চ মঙ্গল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান বুদ্ধ মরে যায়নি কারণ ন্যায়ের দাবীতে তার আত্মা এক চির-উৎসারিত নদী তার আত্মা থেকে নদীর মতো ন্যায়বিচার আর প্রেমের অনিঃশেষ ¯্রােতধারা ঊয়ে আসছে এই শাহবাগে ওই যে বুদ্ধ হাসছেন এখন শাহবাগের দিকে চেয়ে চেয়ে কারণ অবিচার মেনে নেননি বলে তার চিরকালের দেবতা জীবনে শিব মরে যাননি কখনোই অগণন তরুণের রূপ ধরে তিনি এখন নেচে চলেছেন শাহবাগ চত্ত্বরে শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ছেন মোহম্দ আমাদের শিখিয়েছেন যতোক্ষণ ন্যায়ের দাবীতে মানুষ অটল এগিয়ে চলে ততক্ষণ মানুষ বিপ্লবী তার পতিটি প্রতিটি পদক্ষেপ বিপ্লবী পদক্ষেপ কারণ সত্য কোন মোসুমি পাখি নই যে আকস্মিক আকস্মিক উড়ে আসে ভিন দেশ থেকে আর মৌসুম শেষে উড়ে যায় আবার দেশ ছেড়েতা জন্মায় জাতির ইতিহাসের রক্তধারার গভীর থেকে তা জন্মায় একটা জাতির বিস্মতির বিরুদ্ধে এক অপরাজেয় লড়াই থেকে সত্য কোন মৌসুমি পাখি নয় যে-শীত শেষ হলে সাইবেরিয়ায় ফিরে যাবে আমাদেও ন্যায়ের দাবী উঠের এসছে আমাদেরই ইতিহাস থেকে অগণন শহীদের মুখে তুলনাহীন হাসি ফুটে উঠেছে চারচারটি দশক পর আবার আবার কারণ তাদের উত্ত্রসুরীরা ন্যায়ের দাবীতে দাঁড়িয়ে গেছে আবার শাহবাগের রাস্তায় রাস্তায় মাথা উঁচু কওে দাড়িয়ে গেছে আবার প্রতিটি নদী এখন এদেশের ন্যায়ের নদী প্রতিটি গাছ এখন সত্যের আকাশের দিকে তার সবুজ হাত তুলে ধরে প্রতিটি শিশু সত্যের রোদে এখন ¯œান করে নিচ্ছে প্রতিটি বৃদ্ধ আবার তার বংশধারাকে নিয়ে গর্ব করছে প্রতিটি নারী এখন তার প্রতিটি তরুণের জন্য তার প্রেমের সমুদ্র উন্মুক্ত করে দিয়েছে প্রতিটি নারী প্রতিটি মানুষ প্রতিটি শিশু প্রতিটি বুড়ো তাদের আত্মা থেকে আজ তাদের প্রেম আর ¯েœহের সমস্ত রক্তিম ফুল ছিটিয়ে দিচ্ছে ছিটিয়ে দিচ্ছে শাহবাগের প্রতিটি তরুণের মাথার উপর কারণ শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান মানুষ সবচেয়ে সুন্দর মানুষের জিভ যখন উচ্চারণ করে তার মহৎ হৃদয় মানুষ সবচেয়ে সুন্দর ন্যায়ের দাবীতে অটল হয়ে ওঠে যখন লক্ষ লক্ষ দ্রোহী হাত মানুষ সবচেয়ে সুন্দর সত্যের স্লোগানে স্লোগানে হয়ে ওঠে যখন অন্তহীন উত্তাল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান পৃথিবীর সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী শ্রেষ্ঠ আইন এই পৃথিবীর সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে সর্বোচ্চ মঙ্গল এই পৃথিবীর শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে আবারও সেই সত্য-প্রেমী অপূর্ব গান এই আশ্চর্য সৌন্দর্য দেখে আমার হতাশ আত্মা গান গেয়ে ওঠেছে আবার আমার হতাশ আত্মমগ্ন আত্মার দশদিকে একে একে খোলে গেছে পনের শ লক্ষ জানালা আমিও করেছি অনুভব আবার চিন্তার আছে লক্ষ লক্ষ নিজস্ব ডানা ন্যায়ের শক্তিতে চির অপরাজেয় কোনদিনই কেউ ছেটে দিতে পারে নি ওই সুন্দর ডানা আমাদের চেতনার আকাশ জুড়ে ওইসব অনুপম লক্ষ লক্ষ স্বপ্নের সারস দেখেছি আবারো কী অপূর্ব ভঙ্গিমায় দিয়েছে উড়াল কী নিপুন ভাবে তাদের পাহাড়া দিচ্ছে রাতের পর রাত আকাশের উজ্জ্বল নক্ষত্ররা দুঃস্বপ্নের জামা খুলে হতাশার কাফন ছিঁড়ে মানুষ সুন্দর হয়ে ওঠেছে আবারো ন্যায়, প্রেম আর সত্যের দাবীতে উতরোল মানুষ একেকটা নক্ষত্র হয়ে ওঠছে আবার শাহবাগ প্রিয় শাহবাগ বহুবছর পর আবারো বসন্ত আসছে বসন্ত আসছে এই শীত শেষে সমস্ত জড়োসরো আত্মাকে ঝাঁকি দিয়ে ঝরাপাতা ঝরিয়ে সমস্ত রঙ সমস্ত আগুন সমস্ত সৌন্দর্য নিয়ে মানুষগুলোর সবচেয়ে সুন্দর চেতনা পলাশে পলাশে শিমুলে শিমুলে ফেটে পড়বে বলে কারণ শাহবাগ প্রিয় শাহবাগ আবারো গেয়ে ওঠেছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী শ্রেষ্ঠ আইন পৃথিবীর সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে পৃথিবীর সর্বোচ্চ মঙ্গল শাহবাগ প্রিয় শাহবাগ আবারো গেয়ে ওঠেছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান তাই শাহবাগই এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা শাহবাগ প্রিয় শাহবাগ তাই এই পৃথিবীর মানুষের মাথা উচুঁ করার সর্বোচ্চ চূড়া ওই চূড়া থেকে তাকালেই দেখতে পাবে পৃথিবী মানুষের সবচেয়ে মহৎ হৃদয় তাই শাহবাগ প্রিয় শাহবাগ মানুষের গর্বের সেই সর্বোচ্চ চূড়া কারণ শাহবাগ প্রিয় শাহবাগ আবারো গেয়ে ওঠেছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত সম্মিলিত মানুষের গান সবচেয়ে মহৎ গান সমস্ত মানুষের সম্মিলিত দাবী পৃথিবীর শ্রেষ্ঠ আইন সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে সর্বোচ্চ মঙ্গল পৃথিবীর শাহবাগ প্রিয় শাহবাগ এখন গাইছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান সেই গান শুনে আমাদের এই হতাশ আত্মা আশ্চর্য আশার উল্কা হয়ে জ্বলে উঠেছে আবার নিজের অজান্তেই শিখে নিয়েছে মানুষের ভুলে যাওয়া সব মহৎ অধ্যায় সম্মিলিত মানুষের দাবীতেই মানুষের সর্বোচ্চ মঙ্গল সমস্ত সম্মিলিত মানুষের দাবীতেই ফুটে থাকে পলাশের মতো শ্রেষ্ঠ সত্য শাহবাগ প্রিয় শাহবাগ আবারো হয়ে উঠেছে তারুণ্যে তীব্র উজ্জ্বল আর সৌন্দর্য আর সুস্থতার দিকে অপূর্ব যাত্রা শুরু করেছে সমস্ত মানুষ বাংলার সমস্ত মানুষের হৃদয়ে তাই পলাশের লাল শিখার মতো ফুটে উঠেছে অতুলনীয় এই শাহবাগ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে অনুপম এই শাহবাগ কারণ শাহবাগ প্রিয় শাহবাগ আবারো গেয়ে ওঠেছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান সমস্ত সম্মিলিত মানুষের দাবী পৃথিবীর সর্বোচ্চ দাবী সমস্ত মানুষের সম্মিলিত দাবী পৃথিবীর শ্রেষ্ঠ আইন সমস্ত সম্মিলিত মানুষের গান সবচেয়ে মহৎ গান সমস্ত সম্মিলিত মানুষের দাবীতে পৃথিবীর সর্বোচ্চ মঙ্গল মানুষ সবচেয়ে সুন্দর মানুষের জিভ যখন উচ্চারণ করে তার মহৎ হৃদয় মানুষ সবচেয়ে সুন্দর ন্যায়ের দাবীতে অটল হয়ে ওঠে যখন লক্ষ লক্ষ দ্রোহী হাত মানুষ সবচেয়ে সুন্দর সত্যের স্লোগানে স্লোগানে হয়ে ওঠে যখন অন্তহীন উত্তাল শাহবাগ প্রিয় শাহবাগ গেয়ে ওঠেছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান ০৯.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.