আমাদের কথা খুঁজে নিন

   

মহম্মদ রফি - সেরা গজল সংকলন - আয়ে জান-এ-গজল

মরণ আমার ভালো লাগে মহম্মদ রফি (ডিসেম্বর ২৪, ১৯২৪ - জুলাই ৩১, ১৯৮০), ছিলেন হিন্দি গানের, তথা হিন্দি সিনেমার গানের সর্বকালের সেরা এবং পাশাপাশি, উর্দু গানের অন্যতম সেরা তিনজন কণ্ঠশিল্পীর একজন। সঙ্গীতে অবদানের জন্য তিনি তাঁর জীবদ্দশায় ভারতের সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার, ৬ টি ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেন ও ভারত সরকারের দেয়া অন্যতম শ্রেষ্ঠ 'পদ্মশ্রী' খেতাবে ভূষিত হন। ২০০০ সালে, তাঁর মৃত্যুর দুই দশক পরে তাঁকে ভারতের 'শতক সেরা কণ্ঠশিল্পী' র স্বীকৃতি ও পুরস্কার দেয়া হয়। ব্রিটিশ ইন্ডিয়ার পাঞ্জাবের অমৃতসরের কাছে একটি গণ্ডগ্রামে মহম্মদ রফির জন্ম। রফি ছিলেন ছয় ভাইয়ের মধ্যে পঞ্চম।

তাঁর ডাকনাম ছিল 'ফিকো'। সুরেলা গলায় গ্রামের ফকিরের অনুসরনে গান গাওয়া দিয়েই রফির শিল্পী জীবনের শুরু। এর কিছু পরেই, রফির পরিবার লাহোরে চলে যেয়ে স্থায়ী হয় এবং রফির বাবা, হাজি আলী মহম্মদ, একটি নাপিতের দোকান চালিয়ে সংসার চালাতে শুরু করেন। রফির বড় ভাইয়ের বন্ধু, আব্দুল হামিদ সর্বপ্রথম রফির ভিতরে থাকা শিল্পীটিকে চিনতে পারেন, তাঁর উতসাহেই রফি সঙ্গীতে তালিম নিতে শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে লাহোরে একটি সঙ্গীতানুষ্ঠানে রফি প্রথম জনসমক্ষে সঙ্গীত পরিবেশন করেন।

ঘটনাক্রমে সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সঙ্গীতের কিংবদন্তী, কে এল সায়গল। রফির গান সায়গলকে মুগ্ধ করে। উৎসাহিত রফি পূর্ণোদ্দমে তালিম নিতে শুরু করেন। রফির উস্তাদ্গনও ছিলে জগদ্বিখ্যাত - উস্তাদ বড়ে গোলাম আলী খান ও উস্তাদ আব্দুল ওয়াহিদ খান। ১৯৪১ এ রফি লাহোর রেডিওতে সঙ্গীত পরিবেশন করেন ও একই সময়ে একটি উর্দু ছায়াছবির জন্য জীবনের প্রথম প্লে-ব্যাক করেন।

১৯৪৪ এ, আব্দুল হামিদ রফির পরিবারকে বুঝিয়ে শুনিয়ে একটি উন্নত প্লে-ব্যাক ক্যারিয়ারের আশায় রফিকে বোম্বেতে নিয়ে আসেন। পরের বছরেই, ১৯৪৫ এ, রফি প্রথম হিন্দি সিনেমায় প্লে-ব্যাক করেন, সিনেমার নাম ছিল 'গাঁও কি গোরী'। সেই শুরু। এর মধ্যেই রফি প্রথমবারের মতো বিয়ে করেন তাঁর চাচাতো বোনকে। তাঁর একটি ছেলেও হয়।

কিন্তু বিয়েটি ভেঙ্গে যায় এক রাষ্ট্রীয় ঘটনায় ও সামাজিক দুর্যোগে। ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে যায় ও রফি ভারতে থেকে যেতে মনস্থ করেন। কিন্তু তাঁর স্ত্রী ভারতে থাকতে অস্বীকার করেন (কারন ছিল, দেশ-বিভাগ-পূর্ব সাম্প্রদায়িক দাঙ্গায় রফির স্ত্রীর পরিবারের সকলে নিহত হন) ও বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে লাহোরে ফিরে যান। তীব্র মনঃকষ্ট ভুলতে রফি আরও বেশী গানের মধ্যে ডুবে যান। শচীন দেব বর্মণের সাথে তাঁর সখ্য গড়ে ওঠে ও তিনি একের পর এক কালজয়ী গান রেকর্ড করতে থাকেন, তাঁর গান নিয়ে একের পর এক হিন্দি সিনেমা হিট হতে থাকে, দেবানন্দের লিপ ও রফির কণ্ঠ তখন ছিল এক সেরা যুগলবন্দী।

সুরেলা গলার হৃদয় ছুঁয়ে যাওয়া মরমী পরিবেশনা তাঁকে শ্রোতাদের কাছে এমন উচ্চতায় নিয়ে যায়, যেখানে কেউ আগে কখনো যায়নি। রফির শ্রেষ্ঠত্বের ধারা একচেটিয়া ভাবে অব্যাহত থাকে ১৯৭০ এর দশকে কিশোর কুমারের উত্থান অবধি। প্রায় সারা জীবন ধরেই রফি একজন সেলিব্রেটেড আইডল ছিলেন, কিন্তু কখনোই অহংকারী ছিলেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন কিন্তু নিভৃতচারী ছিলেন, তাঁকে কখনো কোনও পার্টি বা মজলিশে দেখা যেত না। তিনি ধার্মিক ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, কখনো সিগারেট বা মদ স্পর্শ করেননি।

তবে তাঁর কিছুটা নির্দোষ নেশা ছিল ঘুড়ি ওড়ানো, ব্যাডমিন্টন ও ক্যারম খেলায়। ১৯৮০ সালের জুলাই ৩১ দুপুরে তিনি হিন্দি 'আস পাস' ফিল্মের জন্য প্লে-ব্যাক রেকর্ডিং করেন। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যাবধানেই ভারতের সর্বকালের সেরা কণ্ঠশিল্পী, মহম্মদ রফি, ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও বিশ্বময় ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। তাঁকে 'জুহু মুসলিম গোরস্থান' এ সমাহিত করা হয়।

ইসলামিক রীতিনীতি অনুযায়ী, ২০১০ এ, তাঁর কবরটির উপরেই অন্যকে কবরস্থ করা হয়। সেখানে এখন সুস্পষ্ট কোনও চিহ্ন না থাকায়, কবরের পাশেই অবস্থিত একটি নারিকেল গাছকে মার্কার ধরে নিয়ে শুভানুধ্যায়ী ও ভক্তরা রফির কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে থাকেন। রেকর্ড অনুযায়ী, মহম্মদ রফির হিন্দি সিনেমার গানের সংখ্যা ৪,৫১৬, অন্য ভাষায় গাওয়া সিনেমার গান ১১২টি এবং সিনেমার বাইরের গানের সংখ্যা ৩২৮ টি। অবশ্য গিনেস বুক অফ রেকর্ডস যখন ২৫,০০০ গান রেকর্ড করার জন্য লতা মঙ্গেশকরের নাম তাদের রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করে, মহম্মদ রফি তখন চিঠি দিয়ে গিনেস অথোরিটিকে জানান যে, লতা মঙ্গেশকরের সবচেয়ে বেশী গান রেকর্ড করার দাবি যথার্থ নয় এবং তিনি নিজে বিভিন্ন ভাষায় ২৮,০০০ এর বেশী গান রেকর্ড করেছেন। পরবর্তীতে, গিনেস অথোরিটি তাদের রেকর্ড বুকে লতা মঙ্গেশকরের নামে রেকর্ড অক্ষত রাখলেও, মহম্মদ রফি'র দাবীটিও সাথে সংযুক্ত করে দেয়।

মহম্মদ রফি - সেরা গজল সংকলন - আয়ে জান-এ-গজল ১ম পর্ব 01 Arman Machal Rahay Hain 02 Aye Taza Waridan 03 Bas Ke Dushwar Hay 04 Bazeecha-E-Atfal Hay 05 Dard Minnat-E-Kashay 06 Dil Ki Baat Kahi Nahi Jaati 07 Diya Yeah Dil Agar Us Ko 08 Door Rehkar Na Karoo Baat 09 Ek Hi Baat Zamanay Ki Kitaboon 10 Falsafe Ishq Mein Paish 11 Ghazab Kiya Teray Waday 12 Haal Dekho Jo Bayqararoon Ka 13 Humsafar Saath Apna Chor 14 Ishq Ki Garmiyay Jazbaat 15 Jeenay Ka Raaz 16 Kabhi Sukon Ko Kabhi 17 Kash Khawaboon 18 Kissi Ki Yaad May Duniya 19 Kitni Rahat Hay Dil Toot ২য় পর্ব 20 Koi Sagar Dil Ko Behlata Nahi 21 Lagta Nahi Hay Dil Mera 22 Maine Jab Se Tujhe Aye 23 Youn Bekhudi Mein 24 Maine Socha Tha 25 Muddat Howe Hay Yaar 26 Na Shauq-E-Wasl Ka Daawa 27 Nukta Cheen Hay Gham-E-Dil 28 Paon Choo Laynay Do 29 Pooch Na Mujh Say Dil 30 Qad -O- Gaisoo May 31 Saqi Ki Har Nigah Par 32 Shauq Har Rang 33 Talkhe-E-May Mein 34 Teri To Chand Sitaroon 35 Tumse Izhaar-E-Haal 36 Yeh Na Thee 37 Zikr Us Pariwash Ka কোয়ালিটি - ১৬৫ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৭০ + ৬২ মেগাবাইটস ডাউনলোড - মহম্মদ রফি - আয়ে জান-এ-গজল - ১ম পর্ব মহম্মদ রফি - আয়ে জান-এ-গজল - ২য় পর্ব  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।