আমাদের কথা খুঁজে নিন

   

অবসন্ন পুরুষরা খেঁজেন স্থূলকায়া নারী

অচিন আমি অচিনপুরের । চিনতে চাই নিজেকে । চিনতে পারলামনা নিজেকে তাই , একলা একা এই আমি একলা থাকতে ভালোবাসি । পুরুষেরা যখন অনেক বেশি কাজের চাপে পড়ে অবসাদে ভোগে, তখনই নাকি স্থূলাকায় নারীদের প্রতি তারা আকৃষ্ট বোধ করে- এমনই এক তথ্য সম্প্রতি জানা গেছে বৃটেনের একদল বিজ্ঞানীর নতুন গবেষণায়। খবর বিবিসির।

ওপেন অ্যাকসেস জার্নাল ‘প্লস ওয়ান’-এ প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে। সেখানে নিউক্যাসেল এবং লন্ডনের ওই বিজ্ঞানীরা আরো দাবি করেছেন, অবসাদের কারণে পুরুষদের সঙ্গীনী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। গবেষণাপত্রটির একজন লেখক ড. মার্টিন টভি এবং ড. বীরেন স্বামী এর আগে ঠিক কোন কোন কারণে মানুষের শরীরের আকার সংক্রান্ত পছন্দ-অপছন্দ (বডি ম্যাস ইনডেক্স প্রেফারেন্স) বদলে যায়- এ ব্যাপারে তাদের গবেষণার তথ্য প্রকাশ করেছিলেন ‘বৃটিশ জার্নাল অফ সাইকোলজি অন দি ইফেক্ট অফ হাঙ্গার’-এ। এবারের গবেষণায় তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন, ক্রস কালচারাল কারণে পরিবর্তীত আকারের শরীরের প্রতি আকৃষ্ট হওয়ার সঙ্গে অবসাদের কোনো সংযোগ আছে কিনা- এ প্রশ্নের উত্তর খোঁজায়। এই গবেষণায় তারা এও পরীক্ষা করে দেখেন যে, স্বল্পকালীন অবসাদ এবং দীর্ঘকালীন অবসাদের কারণেও এই পছন্দ-অপছন্দেও কোনো সংযোগ আছে কিনা।

এই গবেষণা প্রক্রিয়ায় তারা দুই ধরণের পুরুষদের সাক্ষাৎকার নেন। একদলে ছিলেন অনেক কাজের চাপে থেকে অবসন্ন বোধ করে যারা এবং অন্য দলে যাদের কোনো অবসাদ নেই। শুধু কাজের চাপই নয়, ভিন্ন ভিন্ন পরিবেশে স্থানান্তরিত হওয়া পুরুষদেরও পরীক্ষা করে দেখেন তারা। দেখা যায়, বিপুল খাবারের সহজেই পাওয়া যায় এমন পরিবেশ থেকে খাদ্য সংকটের পরিবেশে স্থানান্তরিত পুরুষদের মনস্তাত্তি¡ক কারণে সঙ্গীনী নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটি আসে ১৮ মাসের মধ্যে।

আর এই পরিবর্তনের ফলে অধিকাংশ পুরুষই স্থূলাকায় নারীদের নিজেদের সঙ্গীনী হিসেবে বেশি পছন্দ করেন। মজার ব্যাপার হলো, এরকম বিভিন্ন কারণে পুরুষদের চোখে নারীদের ‘আদর্শ দেহের আকার’ কিভাবে পরিবর্তিত হয় এবং এতে কোন কোন বিষয় মুখ্য ভূমিকা রাখে- এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে সে তথ্যও। এ প্রসঙ্গে ড. টভি জানিয়েছেন, ‘পুরুষদের চোখে নারীদের আদর্শ দেহের আকার-এর ধারণা বিভিন্ন কারণেই বদলাতে পারে। মিডিয়ার পরিবর্তীত প্রভাব, জীবনযাপনের মান বদলানো, পরিবেশ বদলানো- এর সবকিছুই এই পরিবর্তনের কারণ হতে পারে। ’ পুরুষেরা যখন অনেক বেশি কাজের চাপে পড়ে অবসাদে ভোগে, তখনই নাকি স্থূলাকায় নারীদের প্রতি তারা আকৃষ্ট বোধ করে- এমনই এক তথ্য সম্প্রতি জানা গেছে বৃটেনের একদল বিজ্ঞানীর নতুন গবেষণায়।

খবর বিবিসির। ওপেন অ্যাকসেস জার্নাল ‘প্লস ওয়ান’-এ প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে। সেখানে নিউক্যাসেল এবং লন্ডনের ওই বিজ্ঞানীরা আরো দাবি করেছেন, অবসাদের কারণে পুরুষদের সঙ্গীনী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। গবেষণাপত্রটির একজন লেখক ড. মার্টিন টভি এবং ড. বীরেন স্বামী এর আগে ঠিক কোন কোন কারণে মানুষের শরীরের আকার সংক্রান্ত পছন্দ-অপছন্দ (বডি ম্যাস ইনডেক্স প্রেফারেন্স) বদলে যায়- এ ব্যাপারে তাদের গবেষণার তথ্য প্রকাশ করেছিলেন ‘বৃটিশ জার্নাল অফ সাইকোলজি অন দি ইফেক্ট অফ হাঙ্গার’-এ। এবারের গবেষণায় তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন, ক্রস কালচারাল কারণে পরিবর্তীত আকারের শরীরের প্রতি আকৃষ্ট হওয়ার সঙ্গে অবসাদের কোনো সংযোগ আছে কিনা- এ প্রশ্নের উত্তর খোঁজায়।

এই গবেষণায় তারা এও পরীক্ষা করে দেখেন যে, স্বল্পকালীন অবসাদ এবং দীর্ঘকালীন অবসাদের কারণেও এই পছন্দ-অপছন্দেও কোনো সংযোগ আছে কিনা। এই গবেষণা প্রক্রিয়ায় তারা দুই ধরণের পুরুষদের সাক্ষাৎকার নেন। একদলে ছিলেন অনেক কাজের চাপে থেকে অবসন্ন বোধ করে যারা এবং অন্য দলে যাদের কোনো অবসাদ নেই। শুধু কাজের চাপই নয়, ভিন্ন ভিন্ন পরিবেশে স্থানান্তরিত হওয়া পুরুষদেরও পরীক্ষা করে দেখেন তারা। দেখা যায়, বিপুল খাবারের সহজেই পাওয়া যায় এমন পরিবেশ থেকে খাদ্য সংকটের পরিবেশে স্থানান্তরিত পুরুষদের মনস্তাত্তি¡ক কারণে সঙ্গীনী নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়।

এই পরিবর্তনটি আসে ১৮ মাসের মধ্যে। আর এই পরিবর্তনের ফলে অধিকাংশ পুরুষই স্থূলাকায় নারীদের নিজেদের সঙ্গীনী হিসেবে বেশি পছন্দ করেন। মজার ব্যাপার হলো, এরকম বিভিন্ন কারণে পুরুষদের চোখে নারীদের ‘আদর্শ দেহের আকার’ কিভাবে পরিবর্তিত হয় এবং এতে কোন কোন বিষয় মুখ্য ভূমিকা রাখে- এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে সে তথ্যও। এ প্রসঙ্গে ড. টভি জানিয়েছেন, ‘পুরুষদের চোখে নারীদের আদর্শ দেহের আকার-এর ধারণা বিভিন্ন কারণেই বদলাতে পারে। মিডিয়ার পরিবর্তীত প্রভাব, জীবনযাপনের মান বদলানো, পরিবেশ বদলানো- এর সবকিছুই এই পরিবর্তনের কারণ হতে পারে।

’ সূএ : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।