আমাদের কথা খুঁজে নিন

   

অবসন্ন প্রহর



মনে পড়ে যায় সেই বিষন্ন বিকেলের কথা, কুয়াশার চাদরে আবৃত সেই বিকেল; পথহারা পাখির ঘরে ফেরার তাড়া, নিঃসঙ্গ কোন যুবকের একা একা চিলেকোঠায় বসে থাকা। দূরের মাঠ থেকে ভেসে আসে কারো দরাজ কন্ঠে গান, ঘাস ফুল গুলোর শুকনো গন্ধ জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা; বিষন্ন একটা সুর ভেসে আসে মনের ভিতর, চারপাশটা তখন খুব বেশী অচেনা মনে হয়; উদাস চোখ জোড়া খুজে বেড়ায় কাউকে; মন খুলে গল্প করতে ইচ্ছে করে কারো সাথে ঝুপ করে অন্ধকার নেমে আসে, আকাশের বুক চিড়ে ভেসে যায় একরাশ শ্বেত শুভ্র মেঘ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।