আমাদের কথা খুঁজে নিন

   

রাশি ফল ---------- ? ২০১২-০৮-১১

আবহাওয়া: ঢাকা তাপমাত্রা: ২৯ সে | আর্দ্রতা: ৮৪% সাইনইন | ঢাকা, শনিবার, ১১ আগস্ট ২০১২, ২৭ শ্রাবণ ১৪১৯, ২২ রমজান ১৪৩৩ প্রচ্ছদ আজকের পত্রিকা ফিচার পাতা বিশেষ সংখ্যা সার্কুলেশন প্রথম আলো ট্রাস্ট সহযোগী প্রতিষ্ঠান বিজ্ঞাপন ই-পেপার ব্লগ শ্রেণীভুক্ত বিজ্ঞাপন শিরোনাম: • দুস্থদের বরাদ্দেও আ.লীগ নেতাদের ভাগ! • আ.লীগ নেতার বাড়িতে ভেজাল তেলের কারখানা হোম ছুটির দিনে আপনার রাশি আপনার রাশি কাওসার আহমেদ চৌধুরী | তারিখ: ১১-০৮-২০১২ ০ মন্তব্যপ্রিন্ট ShareThis « আগের সংবাদ কাওসার আহমেদ চৌধুরী আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরী মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।

ভর # ৬ > ঘটে-যাওয়া অঘটন একটা পর্যায়ে ভুলে যাওয়াই মানুষের স্বাভাবিক মনস্তত্ত্বের অংশ। ঘটনা মনে থাকলেও ঘটনার ভার সময়ের সঙ্গে মন থেকে অনেকখানি মরে যায়। তবে এটা ঠিক যে, কাউকে ‘ভুলে যাও’ বললেই সে ভুলে যেতে পারে না। ওটা আসতে পারে যথাসময়ে। কাজেই আপনার মনের টিকে থাকার শক্তির ওপর আস্থা রাখুন।

চলতি সপ্তাহে আপনার মনের শান্তি ও স্বস্তি বজায় থাকবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > কেউ-কউ আছেন—যাঁদের সঠিক জন্ম তারিখটি জানা নেই। জন্ম তারিখ ছাড়া রাশি নির্ধারণ করা যায় না। তবে একটা উপায় আছে।

বারোটি রাশিফল নিয়মিত পড়ে গেলে কোনোটাতে গিয়ে নিজের সঙ্গে বেশি মিল পাওয়া যেতে পারে। ওটাকেই নিজের রাশি হিসেবে ধরে নেওয়া যায়। তবে দেখুন, এই শাস্ত্রটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কাজেই সাধারণ কৌতূহল নিয়ে রাশিফল পড়ুন, সিরিয়াস হবেন না। ...চলতি সপ্তাহে আপনার সমস্যা হালকা হয়ে আসবে।

মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ভাবতে অবাক লাগে, ব্রিটিশ যুগে বর্তমান পাকিস্তান কিংবা ভারত অঞ্চলে হামিদা বানু নামে এক দুর্ধর্ষ নারী-কুস্তিগির ছিলেন। ছোটবেলায় প্রাচীন ম্যাগাজিনে দেখা তাঁর ছবি আমার এখনো মনে আছে। পরনে কুস্তির পোশাক। সামনে সাজানো গাদাগাদা কাপ আর মেডেল।

আজ ভাবি, এই ভূখণ্ডের নারীরা তাহলে ক্রীড়াক্ষেত্রে এত বাধার সম্মুখীন হলেন কেন?...প্রিয় মিথুন, চলতি সপ্তাহে পেশাগত ক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে পারবেন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আমার মতে, সাংবাদিকতার ক্ষেত্রে দেশে এখন একটা স্বর্ণযুগ চলছে। বাড়ছে সংবাদপত্রের মান, বাড়ছে পাঠকের সংখ্যা এবং দ্বিমুখী অংশগ্রহণ। সংবাদপত্রের কলামগুলো আমাদের চিন্তাকে নতুন-নতুন দিকে নিয়ে যাচ্ছে।

আলো ফেলছে নানা অজানা তথ্যের ওপর। এসবের চূড়ান্ত ফল শুভ না হয়ে পারে না। ... প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনি একটি সুখবর পাবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> বারোটা রাশির মধ্যে একটাও আমাদের রয়েল বেঙ্গল টাইগার নেই—এটা আমার জন্য খুব কষ্টের।

বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনা করলে রাশি শাস্ত্রে বাঘের একটা জায়গা থাকা উচিত ছিল। কিন্তু প্রাচীন গ্রিক পণ্ডিতগণ এ নিয়ে একবারও ভাবলেন না। যা-ই হোক প্রিয় সিংহ, চলতি সপ্তাহে আপনাদের মধ্যে নারীরা বেটার পজিশনে থাকবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে আপনাকে একটু স্বার্থপর হয়ে যেতে হবে, অর্থাৎ সবার আগে নিজের মনটাকে বাঁচাতে হবে।

জীবন থেকে জোর করে হলেও কিছু আনন্দের উপকরণ কুড়িয়ে নিন। এভাবে নিজের মনটাকে তাজা করে নিতে পারলে আপনি অন্যকেও সুখী করতে পারবেন। আপনার মনের তারুণ্য প্রবল এবং এটাই আপনার একটা প্রধান শক্তি। আপনার বয়স কম হলে যা, বেশি হলেও তা-ই। আমার কথাগুলো যদি মনে রাখেন—তাহলে আগামীতেও সাফল্য আপনার হাতে ধরা থাকবে।

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > দেশের অবস্থা যা-ই মনে করা হোক, আমি হতাশ হই না। আমাদের প্রবীণ আর তরুণদের মধ্যে ছিন্ন যোগসূত্রটি, আমি দেখতে পাই, অনেকখানি জোড়া লেগেছে। তরুণ প্রজন্মের বুদ্ধিদীপ্ত কিছু কথা এবং কাজ দেখলে বোঝা যায়—তারা দেশের জন্য নিজেদের তৈরি করতে চলেছে। চলতি সপ্তাহে নবীন তুলার মুখে উল্লাস নিশ্চয় থাকবে, প্রবীণ তুলাও লুকিয়ে রাখতে পারবেন না মুচকি একটু হাসি।

এই যুগল হাসি শুধু নিজের জন্য হবে না, হবে সবার জন্য। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> যে যা-ই বলুক, খেলাধুলোটা শেষ বিচারে গায়ের জোরেরই ব্যাপার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সব নিয়ে চলে যায় তাগড়ারা, আর কমজোর জনগোষ্ঠীর কপালে থাকে শুধু মহান ‘অংশগ্রহণের’ গৌরব! এমতাবস্থায় আমার প্রস্তাব—অলিম্পিকে ক্যারাম, লুডো, পাশা, কানামাছি, লুকোচুরি ইত্যাদি খেলা অন্তর্ভুক্ত হোক। তাহলে অন্তত বাংলাদেশের ইজ্জতরক্ষার একটা সুযোগ বাড়ে।

...প্রিয় বৃশ্চিক, আপনি যদি এ দেশের একজন ক্রীড়াবিদও হয়ে থাকেন—তো আমার ওপর মাইন্ড ব্যাড করবেন না। আপনার সপ্তাহ ভালো যাবে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> পৃথিবীতে সব কেন-র উত্তর সহজে পাওয়া যায় না। অনেক সময় পাওয়াই যায় না।

তবুও খোঁড়া মন নিয়ে পথ চলতে হয় মানুষকে। তবে এভাবে পথচলারও শেষ একটা অর্থ এসে দাঁড়ায় সামনে। হয়তো একটা সান্ত্বনাও আসে। এ সপ্তাহে ধনুর মনে কিছুটা এই ধরনেরই অনুভূতি দেখা দিতে পারে। এমনিতে এই সাত দিন ভালো কাটবে।

মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> আমার মনে হয়, অনেক সময় প্রখর পাণ্ডিত্যের সঙ্গে বিনয়ের সম্পর্কটা থাকে তির্যক। নির্বোধের কথা শুনে পণ্ডিতকে যে সহিষ্ণুতা দেখাতে হয়—সেটা তাঁদের জন্য যথেষ্ট কষ্টকর। প্রকৃত গুণীর তিরস্কার তাই আমাকে প্রীত করে। আমি কামনা করি না যে, তিনি আমার প্রতি অনাবশ্যক বিনয়ী হোন।

তবে যাঁর পাণ্ডিত্যের স্তর আমি জানি—তাঁর কথা আলাদা। প্রিয় মকর, এ সপ্তাহে আপনার কনভিন্স করার ক্ষমতা একটা পরীক্ষার মুখে পড়বে। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> সমস্যা কঠিন যদি হয়—তাহলেও সেটা তড়িঘড়ি সমাধানের জন্য মরিয়া হয়ে উঠবেন না। বরং মাথা একটু ঠান্ডা রাখুন।

নিজের কথা এবং কাজ—দুটোই ধীরে করুন। তা না হলে সমস্যা উল্টো কিছুটা বেড়েও যেতে পারে। তবে, এ যাত্রা বোধহয় আপনি উদ্ধার পেয়ে যাবেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > এ সপ্তাহে কোনো ব্যাপারে আকস্মিক কোনো উপসংহারে পৌঁছে যাওয়ার চেষ্টা না করাই ভালো।

আরেকটু সময় নিয়ে সমীকরণ শেষ করুন। ... সপ্তাহ শুভ। পাঠকের মন্তব্য পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে। সাইনইন মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন হলুদ ফ্রক » বিস্তারিত সর্বশেষ সংবাদ সবচেয়ে পঠিত জেলা পরিষদে নির্বাচনের কোনো উদ্যোগ নেই অমরত্বের নাম বোল্ট দেশি মাছের বন্ধু সাহিদুর ঈদে বিলম্বে চলবে ট্রেন মেয়েটি আর ছেলেটি এ পাতার অন্যান্য সংবাদ গল্পের ফেরিওয়ালা মেয়েটি আর ছেলেটি লিপস্টিক হিমুর বন্ধ দুয়ার চোর ঈর্ষা ভূত হওয়ার আগে বসন্ত প্রদোষে ছাগলকাহিনি সকল খবর ছবির গ্যালারিসাবস্ক্রাইব শুক্রশনিরোবসোমমঙ্গলবুধবৃহ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত প্রথম আলো ১৯৯৮ - ২০১২ সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫| ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬, ই-মেইল : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।