আমাদের কথা খুঁজে নিন

   

ঈদটা তখন হবে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. ঈদের দিনে নামুক ধরায় খুশির মহাঢল আপন হাতে দাও মুছে দাও দুখি চোখের জল দুখি লোকের ঈদ কি আছে চোখের জলে ভাসে তখন দেখো ধনীর ছেলে জামা গায়ে হাসে। তারেও নাও হাসার দলে হাসতে সুযোগ দাও আপন ছেলের মতো তারে বুকের মাঝে নাও একটা নতুন জামা তো দাও একটু ভালবাসা জনম দুখি ওই ছেলেটার মুখেতে চাই হাসা। ওই ছেলেরা হাসলে পরে ঈদৈর মানে আছে ভালবেসে নাও টেনে নাও ওই ছেলেকে কাছে একটু মায়া একটু যে ত্যাগ করতে পারো যদি ঈদটা তখন হবে সবার বইবে সুখের নদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।