আমাদের কথা খুঁজে নিন

   

ঈদটা একটুখানি মানে দুইদিন পিছাইয়া দেয়া যায় না!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

যদি ঈদটা একটুখানি মানে দুইদিন পিছাইয়া দেয়া যাইতো, তাইলে মনে হয় পায়ের ফোসকাটা ঠিক হইয়া যাইতো। টেস্ট করতে যাইয়া একঘন্টা জুতাটা পইড়া বের হইছিলাম আইজ - তাতেই গোড়ালীর পেছনটাতে ফোসকা পইড়া গেছে। নতুন জুতা পইড়া যদি ঈদের দিন না-ই বের হইতে পারি তাইলে কি আর ঈদটা জমবো! চাঁদটা যদি একটুখানি মানে দুইদিন পরে উঠতো তাইলে বাইচ্চা যাইতাম। আমি সিউর এর মধ্যে পায়ের ফোসকাটা আমার ঠিক হইয়া যাইতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।