আমাদের কথা খুঁজে নিন

   

ছোয়া

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । অবুঝ হৃদয় সবুজ হয়ে একমুঠো সুখ খোঁজে স্বপ্নগুলো বন্ধ ঘরে থাকে চোখটা বুজে । ভোরের আকাশ ভাল্লাগেনা ভাল্লাগেনা নীল ঘুড়ি হয়ে ঐ আকাশে ছোব শঙ্খচিল । পথের ধূলো উড়িয়ে দিয়ে হব আমি ঝড় তোমার ছোয়া পেতে না হয় ছাড়ব আমার ঘর ।

হয়তো নীতুর চুল ছড়াব অভিমানের মান ভাঙ্গাবো চেপে রাখা কান্না হয়ে চোখের পাতা ছুয়ে যাব । হয়তো আমি পাখিই হব গান গেয়ে তার ঘুম ভাঙ্গাবো সুযোগ বুঝে চৌচালার ঐ খোপের মাঝে ঘর বানাবো তবু তো তার দেখা পাব । হয়তো আমি সূর্য হব রোদের তাপে পুড়িয়ে দেব ছুতে না পারার হতাশাটা তপ্ত আলোয় জুড়িয়ে নেব । হয়তো আমি প্রকৃতি হব তোমার মাঝে মিশে যাব তোমার হাতে হাতটি রেখে আকাশের রংধনু ছোব । হয়তো আমি মশা হব হয়তো আমি মাছি হব না হয় ডাস্টবিন থেকে উড়ে আসা দূর্গণ্ধ হব তবুও তোমায় ছুয়ে দেব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।