আমাদের কথা খুঁজে নিন

   

তালা সমাচার

তালা সমাচার আদেশ দিলেন সাহারা খালা ঘরের দরজায় লাগান তালা জানালার গ্রীলে নাইরে তালা উপায় কি হবে বলেননি খালা। তালার বাজার বেজায় গরম কিনতে গেলেও লাগে শরম ঈদের কাপড় না কিনে তাই তালা কিনতে বাজারে যাই। ভাল তালার নাই গ্যারান্টি বললেন হেসে পাশের আন্টি গতবারের কোরবানী ঈদে লুট হয়েছে পরণের প্যান্টি। গার্ডরা এবার চাকরির ভয়ে দেশে যেতে চায় বলে কয়ে কারো ফ্লাটে ডাকাতি হলেই হাজত খাটবে আসামী হয়ে। তালার উপর ভরষা করে ঈদে যারা ফিরবেন ঘরে বাস, ট্রেন বা লঞ্চে চড়ে পথেও বিপদ তাড়া করে। বাড়ীর ভাগ্য ঝুলিয়ে তালায় পথের ভাগ্য ড্রাইভার চালায় নেই অভিযোগ তবুও তাতে হুঁশ করে যদি দেশটা চালায়। জীবন খাঁচায় তালা মেরে বাঁচতে কি আর সবাই পারে চাবি হাতে দাঁড়িয়ে যিনি বিপদে খালাও ডাকেন তাঁরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।