আমাদের কথা খুঁজে নিন

   

তালা কিনেছেন তো?......না কিনলে এক্ষুনি যান তালা বাজারে আগুন লেগেছে

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা অনেক দিন থেকে বাসার তালাটি কাজ করছে না। ভেবেছিলাম এবার ঈদে গ্রামের বাসা থেকে ফিরে এসে দু’ খান মদ্দা তালা কিনবো। কিন্তু সেই আশায় গুড়েবালি হলো। এখন বাজারে যেতে হবে। কি আর করা বাজরে যাই।

নিউমাকেটে গেলাম দু’ খান তালা কিনতে। দোকানের সামনে গিয়ে দেখি লঙ্কা কান্ড। মনে হচ্ছে ওই হাডওয়ারের দোকানে ঈদের সবকিছু পাওয়া যাচ্ছে। না এরা সবাই তালা কিনতে এসেছে। বুধবার স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সেই ঝড়ো বক্তব্যের পর পুরো বাংলাদেশে তালা বাজারে হাহা কার শুরু হয়েছে।

এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ‘‘ব্রেডরুম পাহারা দেয়া সম্ভব নয়’’ বলে যে বক্তব্য দিয়েছিলেন সেটাই সামন্য একটু উচ্ছ্বাস দেখালেন আমাদের খাতুন। ‘‘ ঈদে নিজ দায়িত্বে তালা দিয়ে ঈদ করতে যান”’তিনি মনে করেছেন যে বাংলাদেশের লোকজন তালা ব্যবহার করেন না্। সবাই খোলা দরজায় চলে। কুপমন্ডুকহীন। পুলিশ, র‌্যাব তাদের তালা কোম্পানিকে পাহাড়া দিবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।