আমাদের কথা খুঁজে নিন

   

সামু থেকে অনেক লাভবান হয়েছি এই প্রথম বিরাট ক্ষতিগ্রস্থ হলাম (একটি সেচেতন ও আবেদন মুলক পোষ্ট)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ দুই বছর নয় মাসের সফর, খুব বেশি সময় নয় আবার একেবারে কমও নয়। কারণ এই গত দুই বছর নয় মাসে সামুকে যত সময় দিয়েছি পৃথিবীর বাকি সকল মানুষকে একত্রেও অত সময় দেই নি। অনেক লাভবান ও হয়েছি সামু থেকে। অনেক কিছু দেখেছি, বুঝেছি, শিখেছি।

সত্যি বলতে সামু একটি বড় সাপোর্টের মত। সব ধরনের সাহায্য পাওয়া যায় এখান থেকে। সামুকে ঠিকমত ব্যাবহার করতে পারলে এ থেকে অনেক উপকৃত হওয়া যায়। আমি একজন সাধারণ মানের পাঠক ও ব্লগার তারপরও বলব আমি অনেক উপকৃত হয়েছি। উপকারের পাশাপাশি গত পরশু রাতে বেশ বড় একটি ক্ষতিরও সম্মুখিন হলাম।

যেটার মুল্যও আমার নিকট কম নয়। আমার পোষ্টের দ্বারা এটাই উদ্দেশ্য যে, যাতে সামু কর্তৃপক্ষ তাদের মনিটরিং এর সীমানা আরো বৃদ্ধি করেন এবং ব্লগাররাও আরো সচেতন হোন। ঘটনা: যতক্ষন লেপ্পি অন থাকে ততক্ষন আমার ফেবু, সামু, স্কাইপ, ইয়াহু খোলা থাকে। গত পরশু রাতে এক ব্লগার একটি লিন্ক দিয়ে পোষ্ট দেয়েছিল, কৌতুহল বশত আমি ঐ লিন্কে ক্লিক করি। তারপর আর কিছু বলতে পারব না।

আমার ফেসবুক আইডি সাইন আউট হয়ে যায়। আর লগইন করতে পারি না। কিছুক্ষন পর আমার ইমেইলে ম্যাসেজ আসে যে, আমি নাকি আমার ফেসবুক ইমেইল পরিবর্তন করেছি। আমি চিন্তায় পরে যাই। দ্রুত পাসওয়ার্ড চেন্জ করতে যাই কিন্তু এ্যাকসেপ্ট করে না।

কারণ, আমার আইডি ও ঐ ভদ্রলোক পরিবর্তন করে ফেলছে। আমার আইডি ও পাসওয়ার্ডে সে জেনে গিয়েছে। সমস্ত ব্লগাররা সাবধান, লিন্ক দেখলেই ক্লিক করবেন না। আমি 'বয়কট ইন্ডিয়ান প্রডাক্ট' নামের ৮,৫০০ সদস্যের একটি গ্রুপ চালাই। আমার লিস্টে ছয়শতাধিক ফ্রেন্ড আছে।

শতাধিকের সাথে আমার প্রতিদিনই কথা হয়। তাদের অধিকাংশের সাথে যোগাযোগ করার আর কোন পন্থা নাই। বেদেশ জীবনে তাদের সকলকে ঘিরেই আমার পৃথিবী। তারা না থাকলে যেন আমার আকাশ মেঘাচ্ছন্ন। ছোট্ট একটি ভুলে আমার দম বন্ধ বন্ধ লাগছে।

মডারেটর প্যানেলের নিকট আমার আবেদন, আপনারা একজন টেকি স্পেশাল কাউকে সার্বক্ষনিক মনিটরিং এর দায়িত্বে রাখুন যারা কোন লিন্ক দেখেই বুঝতে পারবে যে এটা ক্ষতিকারক কোন লিন্ক শেয়ার করা হচ্ছে, এবং সাথে সাথে ঐ পোষ্ট মুছে ফেলবে। সাথে সাথে এটাও মাথায় রাখা উচিত যে, ''দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল''। যেই ভদ্রলোক আমার আইডি হ্যাক করেছেন তাকে বলছি, ভাই আমি একজন সাধারণ মানুষ এবং পেশায় ছাত্র (কোন বিজনেসম্যান নই), আমার আইডি থেকে আপনি কোন লাভবান হবেন না, কারণ আমি যেই তরিকায় আমার বন্ধুদের সাথে কথাবলি আপনি কখনো সেটা মেন্টেন করতে পারবেন না, সো সবাই ধরে ফেলবে। কিন্তু আপনি আমার যে কত বড় ক্ষতি করলেন সেটা হয়ত কোনদিন বুঝবেন না। আমার বিশ্বাস, আপনি যেই হোন না কেন আমার এ্যাকাউন্ট আমাকে ফেরত দিবেন।

সসসসবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.