আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন পাদ্রির রোজা-নামাজে অংশগ্রহণ, পড়ছেন কুরআন

আমি সত্যে অবিচল। রেভারেন্ড ভেস মাগ্রুদার নামে এক মার্কিন পাদ্রি পবিত্র রমজান মাস উপলক্ষে রোজা রাখা এবং নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত অনুসারে তিনি তার মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা-নামাজে অংশ নিচ্ছেন এবং পবিত্র কুরআন শরীফও তেলাওয়াত করছেন। মার্কিন এ পাদ্রি শুধু রোজা-নামাজের সিদ্ধান্তই নেননি; রীতিমতো তিনি তার এ অভিজ্ঞতা ব্যক্তিগত ব্লগে শেয়ার করছেন। শিয়া অনলাইন এ খবর দিয়েছে।

তিনি তার ব্লগে লিখেছেন, "আমি প্রতিনিয়ত আমার মাথার মধ্যে কি যেন এক গুঞ্জন অনুভব করছি। " মাগ্রুদার আরো লিখেছেন, "এ গুঞ্জন একটা ভালো উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটা আমাকে আল্লাহ সম্পর্কে সচেতন রাখছে, আল্লাহর অস্তিত্ব তুলে ধরছে যার ইচ্ছায় এ পৃথিবী সৃষ্টি হয়েছে এবং যখন কোনোকিছু আমার সামনে ঘটছে না তখন এ গুঞ্জন আমাকে আল্লাহর সঙ্গে কথা বলার বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছে। " মাগ্রুদার তার ব্লগে লিখেছেন, মুসলমানরা সেই ১৪শ' বছর আগে থেকে প্রতি বছর পবিত্র রমজান মাসে ৩০ দিন সফলতার সঙ্গে রোজা রেখে আসছেন এ কথা জানার পর তিনি মুসলিম বিশ্বাসে উজ্জীবিত হয়েছেন। তিনি বলেন, প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে পেরে নিজেকে ভাগ্যবান ও সুখী মনে করছেন।

এ জন্য তিনি সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে অন্তত একদিন হলেও রোজা রাখার আহ্বান জানিয়েছেন। সুত্র: রেডিও তেহরান/এসআই/৮ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.