আমাদের কথা খুঁজে নিন

   

একটি সংবাদ এবং কিছু মন্তব্য পরে হাসতে হাসতে চাপা ব্যাথা হয়ে গেছে ।

সংবাদের শিরোনাম ঃ দেশের কোথাও সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না । স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো।

রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে সরবরাহ নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে ঢাকা শহরে র‌্যাবের দুই হাজার সদস্য টহল দিচ্ছেন। বাজার স্থিতিশীল করতে ১৪টি মনিটরিং টিম কাজ করছে।

প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাছাইকৃত কিছু পাঠকের মন্তব্যঃ Moscow-Biltu ঃহায়রে কপাল মন্দ স্বরাষ্টমন্ত্রী চোখ থাকিতেও অন্ধ mahfuza bulbul ঃএটা রমজান মাস। ভুলে গেছেন ? ফজলুলঃ ঘুমায় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী! Mohammad Ashrafuzzamanঃ কথাবার্তা ও কাজের মাধ্যমে ব্যক্তি প্রতিনিয়ত প্রমাণ করতে থাকে সে কতোটা বুদ্ধিসম্পন্ন বা গাঁধা! md.shahinur islamঃ আপনি সত্যিই কি বাংলাদেশে থাকেন ? Abu Henaঃ এসব প্রলাপ শুনে মরে যেতে ইছছে করে। M.Shajjat Hossainঃ সরকার যেখানে পুরো দেশটাকেই আতন্কের জনপদে রূপান্তরিত করেছে, ভিন্ন মতবালম্বী হলেই ঘোম, বিরোধ দলের কর্মী হলেই ক্রসফায়ার, সরকারের জনবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করলেই সরকারী দলিয় ক্যাডার দ্বারা জখম ও মৃত্যু সেখানে নতুন করে সন্ত্রাসী কর্মকান্ড দেখা না যাওয়াটাই সাভাবিক।

আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ! যিনি বাসায় খুন হয়ে যাওয়া লাশের সামনে দাড়িয়ে বানী দেন যে বিগত ১০ বছরের মধ্যে বর্তমান আইন শৃন্খলা অনেক ভালো। সেইখানে তার এই ধরনের বক্তব্য জনগণের হাসির খোরাক যোগানো ছাড়া আর কোন কাজে আসেনা। Md.Nurul Arman ঃ উদ্ধৃতি... যশোরের পুলিশ সুপার কামরুল আহসান, মহাসড়কে চাঁদাবাজি প্রসঙ্গে আমিও দেখি, পথে পথে চাঁদা আদায় করা হচ্ছে আল-আমিনঃ হাসি স্বাস্থ্যের জন্য উপকারি হলেও অতিরিক্ত যে কোন কিছুই বিরূপ প্রতিক্রিয়াশীল। তাই হাসি কমান,(জনগনের) জীবন বাচান । Rohul Amin Faisalঃ "স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না।

চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। " মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি বর্তমানে কোন গ্রহে বাস করছেন ? পৃথিবীতে বাস করলে হয়ত এই বাংলাদেশের দূরবস্থা কিছুটা হলেও দেখতে পারতেন। চশমাটা কি টিনের না কাঠের!!!! Rohul Amin Sarkar Faisalঃ এবারের ঈদের সেরা ফান...........!!!!!!!!! ।

রোজা রেখে আর হাসতে পারলাম না । হাসিটা ঈদের আনন্দের জন্যে রেখে দিলাম। Engr. Abdullah-Al-Mamun ঃ "বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। " তাহলে শান্তিতে নবেল আর জনন আবেদন করেন । হা হা হা হা হা Wahiduzzaman BULBULঃ দেশের অবস্থা এত ভাল !!! যে, পটুয়াখালীতে ইফতার মাহফিল উপলক্ষ্যে কেনা গরু পর্যন্ত সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে।

Rohul Amin Sarkar Faisalঃ এতো দেখছি আজব দেশের আজব কাহিনী। এই প্রতিবেদন পড়ে আমার ছোট বেলার সেই ক্লাশ ওয়ানের আজব দেশের ছড়াড় কথা মনে পড়ে গেল , ছড়াটির প্রথম লাইন হলো, " এক যে ছিল আজব দেশ সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাদের আলো" । Farhan Fardin; রোজা আছেন তো??? ismailঃ আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জন্য খবওর বানায় ? দেশের কোন খবর রাখেনা । আজকে নিওজ পেপার পরেনাই । Md.Habibur Rahmanঃ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না।

এবার কথা গুলো বিশ্বাস করার দায়িত্ব আপনাদের কারন আপনেরা সব জানেন,বুজেন,দেখেন, ৪৮ ঘন্টা সমান কত দিন তাও জানেন। Khaja Mohammad Fateh Aliঃ দেশের অন্য কোথাও র কথা বাদ দিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিবাচনী এলাকা উওরা ৩ন সেকটর এর লেকটি কে বা কারা দখল করে বাড়ী বানাচছে সেটা ও কি ওনারা চো েপরেনা ?? soikotঃ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে দেশের পরিস্থিতি শুনে অনেক আরাম বোধ করছি। আজ নাক এ তেল দিয়ে ঘুমাবো। মন্ত্রীরা যেমনে জেগে জেগে ঘুমায়... mohammad nazmul hossainঃদয়া করে রিপোর্ট টি বিনোদনের পাতায় দিন । রোজায় কিছু বিনোদন দরকার।

Ibrahimঃসকাল থেকে মনটা খারাপ ছিলো। হঠাৎ, মনটা ভাল হয়ে গেল। ধন্যবাদ! Md. Saiful Islamঃ আচ্ছা আমরা সবাই এরকম কেন ? ব্যাচারা মন্ত্রী হয়েছে বলে কী কোন রসিকতাও করতে পারবে না ? jakir hussainঃ ''ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। '' বাহ ! মারাত্বক গুরুত্বপূর্ন একটি অনুরোধ করেছেন ! মনে হচ্ছে, অতীতে রাজধানীবাসি বাসা খুলা রেখেই বেড়াতে যেতো ! giasuddinঃ চোখে কি কাঠের চশমা এটে রেখেছেন !!!! Mahbubul Hoqueঃ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি।

বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। ------- প্রথম- আলো আপনারা আজকে দুইটা খবর ছাপলেন, ১) মহাসড়কে চাঁদা নিচ্ছে সংগঠন-নেতা-পুলিশ ২) ঈদ সামনে রেখে ঢাকায় চাঁদাবাজেরা বেপরোয়া, আপনারা এই সমস্ত খবর কোথায় পান? আপনারা নিশ্চয়ই এই সরকারের ভাল কিছু দেখতে পারেন না? পজিটিব কোন মন্তব্য খুজে পায়নি এইটাই আমার দুঃখ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.