ধুর একটা লেন্স কেনার খুব শখ হইছে। ঐ লেন্স বাংলাদেশে কোন দোকানে পেলাম না। এমাজনে দাম মাত্র ১২৯ ডলার। কিন্তু বাংলাদেশী এক দোকানদার কে বললাম, উনি এনে দিলে দাম পড়বে ৩০,০০০ হাজার টাকা। এইডা মাইনা নিতে পারতেছি না।
আমেরিকায় এবং কানাডায় আমার চেনা পরিচিত মানুষ আছে, যাদের ঠিকানায় আমি এই লেন্স কিনে পাঠালে তারা আমাকে FedEx বা DHL এর মাধ্যমে দেশে পাঠাতে পারবেন। কিন্তু একজন বললেন যে ক্যামেরা, লেন্স বা অন্য কোন ইলেক্ট্রনিক পন্য আনালে নাকি অনেক বাংলাদেশ এয়ারপোর্টে অনেক চার্জ করে।
কেউ কি বলতে পারবেন? কত চার্জ পড়তে পারে। যদি আগে কেউ আনিয়ে থাকেন, তাহলে সে বললে ভাল হয়। লেন্সটার খুব দরকার, তাই বলে এত দরকার না যে 10700 টাকার জিনিস ৩০,০০০ টাকা দিয়ে আনাব।
সবাইকে ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।