আমাদের কথা খুঁজে নিন

   

যেমন দেশের সরকার তেমন দেশের জনগন একদম যেন সোনায় সোহাগা।

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী "যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের বাইরে গতকাল প্রায় দুই হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। " "পাকিস্তান সরকার এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে। দিনটিকে ‘মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন’ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জনগণ যাতে বিক্ষোভে অংশ নিতে পারে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। " ।

। । সুবহানআল্লাহ। । ।

আর আমরা বাঙালীরা নিজেরা নিজেরা মারামারি ফাটাফাটি কোরে হরতাল ডেকে নিজের দেশের ভাবমূর্তি নষ্ট কোরে সংগ্রামের মোটিভটারেই পুরা পাল্টে ফেলেছি। প্রেসক্লাবের সামনে সংঘর্ষ তারপর হরতাল ডাকা এইসবের আপাত উদ্দেশ্য যদিও যুক্তরাষ্ট্রে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ কিন্তু এর পরবর্তী অধ্যায় শুধুই নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ছাড়া আর কিছুই হবে না। এক দল কোন পরিকল্পনা ছাড়া রাস্তায় নেমেই বাধায় দিল সরকারের সাথে যুদ্ধ,আর অন্যদিকে দেশের কতিপয় পলিসড ফেসবুকিয় বয়লার যুবসমাজ যার যার ওয়ালে একটা কোরে নিন্দাসূচক ছবি শেয়ার করেই যেন বিশাল একটা দায়িত্ব পালন কোরে ফেলেছে! দুনিয়া লয়-প্রলয় হয়ে গেলেও এক শ্রেণীর বাঙ্গালিরা কখনোই সরাসরি সংগ্রামে অংশ নেবেনা আর এক শ্রেণীর বাঙালিরা কোন পরিকল্পনা ছাড়াই রাস্তায় নেমে পড়বে তবে তাদের বোঝাপড়া শুধু সরকারের সাথেই। কোনদিকে যে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ তার দিক নির্ণয় করা হয়ত কম্পাসের পক্ষেও অসম্ভব। বড় কোন সমস্যা কিংবা আন্তর্জাতিক কোন সমস্যায় আমরা কখনোই এক হয়ে এমন কিছু করতে শিখলাম না যা বিশ্ববিবেকে সাড়া ফেলতে পারে।

যেমন দেশের সরকার তেমন দেশের জনগন একদম যেন সোনায় সোহাগা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।