আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের দৃষ্টিতে তালাক

পরশু দিন রাতে সেহরি খাওয়ার পর জি টিভি তে একটি ইসলামী অনুষ্ঠান দেখছিলাম । যেখানে ইসলামী বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল । তো অনুষ্ঠানের এক পর্যায়ে একজন মহিলা ফোন করে তার সমস্যার কথা বলল , সমস্যাটা ছিল এ রকম য়ে তার স্বামী রাগের মাথায় তাকে মুখে তালাক দিয়েছিল । কি্ন্তু কিছু ক্ষন পর তার স্বামী তার ভুল বুজতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে নেয় । এবং তারা পূর্বের নেয় স্বাভাবিক ভাবে সংসার করছে ।

তার প্রশ্ন ছিল , তার স্বামীর মুখে উচ্চারন করা এই তালাক ইসলামের দৃষ্টি তে কিভাবে দেখা হয় । এই প্রশ্নের উত্তরে মাওলানা সাহেব যা বললেন , তাতে ওই মহিলার কি অবস্থা হল সহজেই বুঝা যায় । উত্তর টা ছিল এ রকম , ইসলামের দৃষ্টি তে স্বামী যে অবস্থায়ই তালাক দিক না কেন সাথে সাথে তালাক হয়ে যায় , এবং তার পর যদি তারা এক সাথে সংসার করে ইসলামের দৃষ্টিতে সেটা হারাম । এই সমস্যার এক মাত্র পথ হিল্লা বিয়ে । তালাক এর বিষয়ে আমাদের রাষ্ট্রীয় আইন বলে , রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না , কিন্তু ইসলামী আইন বলে , য়েকোন অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায় ।

তাহলে কি আমরা রাষ্ট্রীয় আইন মানতে গিয়ে গুনাগার হচ্ছি না ? আরেক বার বলছি এটা কিন্তু আমি একটা টিভি অনুষ্টান থেকে জেনেছি । যারা এই বিষয়ে ভাল জানেন তারা মতামত দিন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.