আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের আধুনিকীকরণ

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

ফেইথফ্রিডমে যাইনা প্রায় দুইবছর । কারণ, দিনকে দিন আলি সিনার বিরোধ মূলত ইসলামি জিহাদ বা ইসলামের আক্রমণাত্নক দিকের (আলির ভাষায়) বদলে বরং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষে পরিণত হৈছে । যদিও ফেইথফ্রিডমের ব্যানারে সুন্দর কৈরা লেখা আছে , আমরা ইসলামের বিরোধীতা করি মুসলমানদের নয়, কিন্তু আলি সিনার বিভিন্ন লেখা এবং ফোরাম কমেন্ট থাইকা দেখা যায়, কাজে সেইটা নাই । কাজে দেখা যাইতাছে বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে জেনারালাইজড ঘৃণা বিদ্বেষই বেশি । আরেকটা কারণ , ফেইথফ্রিডমের মিশন ক্লিয়ারলি ডিফাইন কৈরা দেয়া আছে ইসলামের বিরুদ্ধে , ফেইথের বিরুদ্ধে না ।

ওভারঅল ফেইথ বিরোধী হিসাবে তাই একটু অস্বস্তি । অনেকদিন পরে কাইল্কা বিভিন্ন লিংকে ঘুরতে ঘুরতে ফেইথফ্রিডমে ঢুকলাম । একটা রচনার পুরাটা পড়ি নাই কিন্তু প্রথম প্যারার একটা লাইনে , ঠিক একটা লাইনে বা বরং একটা শব্দে চোখ আটকাইলো । লাইনটা এইরকম While Christians and Jews have managed throughout their history to reconcile religion with freedom, Muslims have not. "খ্রিস্টান এবং ইহুদিরা যেমন ইতিহাসের বিভিন্ন পর্যায় জুইড়া , স্বাধীনতার সাথে ধর্মের যোগসাজস তৈরী কৈরা নিছে, মুসলিমরা সেইটা পারে নাই । " এইখানে স্বাধীনতা বা মুক্তচিন্তার সাথে ধর্মের বিরোধ মিটানি কথাটা গুরুত্বপূর্ণ ।

যুগের সাথে বিভিন্ন ধর্মের মত ইসলামেও মোডিফিকেশন, নিউট্রালাইযেশন এইসব হৈছে । ইসলামের সাথে বিজ্ঞানের বিরোধ মিটানি হৈছে, সেইটা অন্ধের মত হোক আর পিঠ দিয়া পাহাড় ঠেইলাই হোক , তাও এই চেষ্টা যে হৈছে সেইটা কম না । অন্তত বিজ্ঞানের ফাইন্ডিং গুলারে ভুলা বৈলা তারা বইসা থাকে নাই । বরং তারা দেখানির চেষ্টা করতাছে বিজ্ঞানের ফাইন্ডিং গুলা ঠিকই আছে, এবং সেইগুলারে একটু ঘুরাইয়া প্যাঁচাইয়া, কোরান হাদিসরে একটু রুপকায়িত কৈরা দুইটার অর্থ একই হয় । কিন্তু খ্রিস্টান ইহুদিরা যেইখানে তাগো ধর্মগ্রন্থরে , মুক্তচিন্তা বা ব্যক্তিস্বাধীনতার সাথে সমন্বয়পূর্ন করার জন্য, বাইবেল বা তালমুদের টোটাল বিধিনিষেধগুলারেই রুপক বা ইতিহাস অর্থে নিয়া নিছে, সেইখানেই ইসলামের সাথে ওদের পার্থক্যটা ।

ওরা টোটালি ধৈরা নিছে ঐগুলা জাস্ট ইতিহাসের বর্ণনা , এর বেশি কিছু না । কিন্তু ইসলামে সেইটা হয় নাই । ইসলামে এখনো কোরানের বা অনেক ক্ষেত্রে হাদিসের বিধিনিষেধগুলারে সঠিক এবং অবশ্যপালনীয় এইটারে, ধ্রুব হিসাবে ধরা আছে মোটামুটি সর্বজনস্বীকৃতভাবে । যেইটা মডারেশন হৈছে সেইটা হৈল, যে যতটুকু পারতাছে ততটুকা মানতাছে । মানা উচিৎ এইটা নিয়া কারো দ্বিমত নাই ।

এই জায়গাটাই সম্ভবত , ফ্যানাটিক তৈরীর বীজ বা অন্য ধর্মগুলার তুলনায় ইসলামের একটু কড়া রুক্ষ্ণভাবের কারণ । মনে হৈল, মডারেট মুসলমানদের আগ্রহের বিষয় হৈতে পারে এই পয়েন্টটা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.