আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের নামে ইসলামের অপ্রপচার থেকে সাবধান।

http://www.facebook.com/Kobitar.Khata

ইসলামের নামে অপপ্রচার সব সময় ছিল এবং আছে। ইসলামের নামে প্রকাশ্যে অনেকেই অপপ্রচার চলায়। কিন্তু আজ জীবনে প্রথম দেখলাম ইসলামের লেবাসধারী অপপ্রচারকারী। প্রথমে এই ব্লগটি দেখুন। এখানে কোরানের আয়াতকে মিথ্যা কথা যুক্ত করে প্রচার করা হচ্ছে।

Click This Link ব্লগার ফারুক৫৫৫ থেকে সাবধান এখন নিচে দেখুন কোরানের আসল আয়াত গুলো কি বলে। সূরা আল আ’রাফ (৭) আয়াত ১৮৫ তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তা’আলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুতঃ এরপর কিসের উপর ঈমান আনবে? সূরা লোকমান (৩১) আয়াত ৬ একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা আল জাসিয়া (৪৫) আয়াত ৬ এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে।

সূরা আত্ব তূর (৫২) আয়াত ৩৪ যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবে এর (কোরানের) অনুরূপ কোন রচনা উপস্থিত করুক। সূরা আল মুরসালাত (৭৭) আয়াত ৫০ এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে। ব্লগার ফারুক৫৫৫ কে আমি চ্যালেজ্ঞ জানাচ্ছি যে, তিনি বলেছেন ''কোরান ছাড়া যেন অন্য কোন হাদীস অনুসরন না করি। '' আপনিতো কোরান নিয়ে বেশ ভালই গবেষনা করেছেন বলে মনে হচ্ছে। আপনি হাদিন ছাড়া আমি কি করে নামজ পড়বো বলে দিন।

যদি শুধুমাত্র কোরান থেকে আমাকে নামাজের নিয়ম কানুন দেখাতে পারেন আমি প্রকাশ্য রাজপথে সবার সামনে নাকে খত দেব। আর যদি না পারেন তাহলে আপনাকে কিছু করতে হবে না। শুধু বলব তওবা করে ভাল হয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.