আমাদের কথা খুঁজে নিন

   

আবুলের আনন্দ

দেশপ্রেম খুবই ভাল বিষয়, মানুষের যে কটি গুন আছে তার মধ্যে এটা শ্রেষ্ঠ। তবে আবুল মার্কা না হলেই জ়নগন বেচে যায়। ছি ছি এগুলো কি লিখছি, এগুলো তো মুখ পোড়া নিন্দুকেরা বলে। উনি সৎ ,এটা তো স্বাধীন!!!! দুদক আগেই সার্টিফিকেট দিয়েছে। নিন্দুকদের সব কথায় কান দিতে নেই, কান দিতে গেলে যে পদ্মা সেতু নিয়ে যে তেলেস্মাতি কারবার , সার্কাস, এসব দেখার নির্মল আনন্দ থেকে মানুষ বঞ্ছিত হতো, এটা আমাদের আবুলেরা কিছুতেই মেনে নিতে পারবে না, পদ্মা সেতু না হোক মানুষকে আনন্দ দিয়ে দেশপ্রেমিক সার্টিফিকেট বাগিয়ে নিয়েছেন এটাতো কম কিছু নয় ভায়া।

সে যা হোক সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে দিয়ে একটু বুক ফুলিয়ে ক দিন বেড়াবেন কি, মিডিয়ার জ্বালায় সে উপায়টা নেই। তার উপর শুরু হয়েছে পদত্যাগ নিয়ে নতুন কিচ্ছা। তা এই সাড়ে তিন বছর টিভি ওয়ালারা নতুন নতুন ব্রেকিং নিউজের ভাল উৎস পেয়েছেন তা বলায় বাহুল্য। এতেই যদি আমাদের দেশপ্রেমিক আবুল খুশি হয় তবে আমরা ছা পোষা মানুষ খুশি,খুশি না হয়ে আর কিইবা করার আছে বলুন। থাক, দেশের মানুষ খুশি হোক বেজার হোক তাতে কিইবা আসে যায়।

দেশের মানুষ নতুন নতুন বিষয় নিয়ে ব্যস্ত আছে এতেই আমাদের আবুলেরা খুশি। তার চাঁদ মাখা হাসি মাখা মুখ খানি আর দেখতে পাচ্ছে না এতে দেশের মানুষ খুব কষ্ট পাচ্ছেন, কারন আবুল মানেই যে বড় বড় ব্রিজ , ফ্লাইওভার এর কিচ্ছা, ছোট কোন জিনিষে তার আগ্রহ নেই, কি করে থাকবে বলুন,ছোট কোন জিনিষে তো আর বেশি অর্থযোগের ব্যবস্থা নেই, আর যেখানে অর্থ, সেখানেই হাসি খুশি আবুল। হাসিতে মুক্তা ঝড়ে যায় তা এদেশের মানুষ জানত, কিনতু তারা এটা জানতো না হাসিতে রাস্তার কারপেট,খোয়া বালি উঠে যায়, আবুলের হাসি দেখে তারা এটাও দেখলো, শিখলো, ভবিষ্যৎ এ আরও কতো কি দেখবে তার জন্য অপেক্ষায় আছে দেশের জনগন। আসলে আমরা সবই রাবিস,নইলে আবুল ইজ ডাউন বলে সাহায্য প্রাপ্তির আশা করার পরদিনই কেন বা আমাদের কে আবুল দেশপ্রেমিক শুনতে হবে । কপালের দোষ আরকি।

সে যা হোক ,দেখেছেন তো এক আবুল এর কথা বলতে বলতে আর এক আবুল কি করে যেন চলে এল, আসলে ক্ষমতার সব আবুলেরাই একই সুতাই বাধা। চারি দিকে শুধু আবুল আবুল আর আবুল, রাস্তায় বেরলেই ডানে আবুল ,বামে আবুল(নিন্দুকেরা রাস্তার ছোট বড় গর্ত গুলোর নাম দিয়েছে আবুল)। আবুলময় দুনিয়ায় কিছু বলতেও ভয়, না জানি কখন আবার রাবিশ হয়ে, রেলের কালো বিড়াল যার পকেটে ছিলো তার পিএস এর ড্রাইভারের মত হাপিশ হয়ে যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।