আমাদের কথা খুঁজে নিন

   

নারী তোমায় বুঝিতে নাহি পারি -সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. আমি আবার ফিরে এসেছি আমার মানচিত্রের ভেতরে । যেখানে দু:খ, কষ্ট, ক্লিষ্ট নিত্যদিন হৃদয়তন্ত্রীতে খেলাকরে । যেখানে আমার প্রিয়বন্ধু একমাত্র প্রকৃতি । সেই প্রকৃতি আমার শক্তি, নি:সঙ্গতা আমার সাহস, স্বপ্ন আমার অনুপ্রেরণা, বাস্তবতা আমার হাতিয়ার । আজ কঠিন বাস্তবতার জাতাকলে আমাকে সেই আগের পথেই হাঁটতে হচ্ছে । যে পথে লাল টুকটুকে সাইকেলটি আমার বাকরুদ্ধ সঙ্গী । মাঝখানে এক ঘোরের মধ্যে পড়ে মিথ্যে ভালোবাসা নিয়ে স্মৃতির পাহাড় গড়েছিলাম। সে পাহাড় আজ আমাকে বলে দিয়েছে, তুমি আমার আরোহী নও । সে কথাই যদি বলবে তবে এত পরে কেন ? আরোহণের প্রারম্ভেই তো প্রান্তিক কথা বলে দিতে পারতে । কেন কুয়ো থেকে টেনে এনে নদীতে সাঁতার কাটিয়ে সমুদ্রস্নান শেখালে ? কেন জ্যৈষ্ঠের খররৌদ্রে চৌচির হওয়া উষর ভূমিতে বৃষ্টি ঝরালে......? আমি জানি এর উত্তর তুমি দিবে- আমি জানি না , জানি না... ! জানি না...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.