আমাদের কথা খুঁজে নিন

   

নারী শব্ধটাতে কত পাওয়ার বুঝলাম । সত্যি নারী তোমাকে স্যালুট ।

গালিবাজ ও ট্যাগবাজ মুক্ত সামু চাই
স্বর্ণ-রৌপ্যভার, নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে‌ নর পেল কবি-প্রাণ যত কথা হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুঢা,সুঢায় ক্ষুধায় মিলে’ জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে । ভাই কয়েন না । গতকাল একখান পোস্ট লিখসি ।

পোস্টের শিরোনাম 'আধুনিক বিজ্ঞান ও কোরান' ১৩৩ বার পঠিত ১১ টি মন্তব্য । কিছু দিন আগে আর একখান পোস্ট লিখছিলাম । পোস্টের শিরোনাম ছিল ' ব্লগের প্রথম দিনেই একজন নারী ব্লগারের প্রেমে পড়ে গেসি' ১০০৮ বার পঠিত ৮৫ টি মন্তব্য । ব্লগে আমি নতুন । আমার তেমন কোন পাঠকো নায়।

তাই আমার পোস্ট কম পঠিত হওয়ায় স্বাভাবিক। কিন্তু তাই বলে শুধু নারী শব্ধটা ব্যাবহার করার কারনে দুইটা পোস্টের মন্তব্য ও পঠিতের মধ্যে এত প্রার্থক্য ? ১০০৮ - ১৩৩ = ?? ৮৫-১১ = ?? তাই বুঝলাম নারীতে কত শক্তি । শুধু মাত্র নারী ব্লগার শব্ধের ব্যাবহার করার কারনে দুইটা পোস্টের মধ্যে এত ব্যাবধান ? "সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নরক কুন্ড বলিয়া তোমা’ করে নারী হেয় জ্ঞান? তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর শয়তান।

অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে, ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ-রস-সূধা-গন্ধ সুনির্মল" কাজী নজরুল সাহেব আসলেই কি তাই ??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.