আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুততম মানব বোল্ট

দিতে পারিস আমায় এক গুচ্ছ কষ্ট আবার বিশ্বের দ্রুততম মানবের সম্মান উসাইন বোল্টের অধিকারে। রোববার ১০০ মিটার স্প্রিন্ত এ ৯.৬৩ সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে হারানো ‘মুকুট’ ফিরে পেয়েছেন জ্যামাইকার গতি-সম্রাট। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ডিসকোয়ালিফাইড’ হয়ে সম্মানটা স্বদেশী ইয়োহান ব্লেকের কাছে হারিয়েছিলেন তিনি। চার বছর আগে বেইজিংয়ে ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে আগের অলিম্পিক রেকর্ডও গড়েছিলেন বোল্ট। রোববার শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি বোল্টের।

শুরুতে পেছন দিকেই ছিলেন। কিন্তু শেষ ৫০ মিটারে সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়েছেন তিনি। রুপা জেতা ইয়োহান ব্লেক (৯.৭৫ সেকেন্ড) এবং ব্রোঞ্জ জেতা জাস্টিন গ্যাটলিন (৯.৭৯ সেকেন্ড) নিজেদের ব্যক্তিগত সেরা টাইমিং করেও বোল্টকে হারাতে পারেননি। যদিও সেমিফাইনালে বোল্টের (৯.৮৭) চেয়ে গ্যাটলিন (৯.৮২) ও ব্লেকের (৯.৮৫) টাইমিং ভালো ছিল। কিন্তু শেষ হাসি ‘বজ্র-বোল্ট’-এরই।

by-(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.