আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুততম কম্পিউটার বানাবে যুক্তরাষ্ট্র

Change the World

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রতি সেকেন্ডে কুইনটিলিয়ন গাণিতিক হিসেব সম্পন্ন করতে সক্ষম এমন একটি কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্ব্বোচ গতির কম্পিউটার হলো জাগুয়ার । জাগুয়ারের গতি ১.৭৫ পেটাফ্লপস। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দ্যা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সি (ডারপা) এক্সাস্কেল কম্পিউটারস নামের এই দ্রুতগতির কম্পিউটার তৈরি করবে।

জানা গেছে, ডারপা’র তৈরি কম্পিউটারের গতি হবে বর্তমানের সবচে দ্রুতগুতসম্পন্ন কম্পিউটারের তুলনায় ১ পেটাফ্লপেরও বেশি। উল্লেখ্য, ১ পেটাফ্লপ অর্থ প্রতি সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসেব করার ক্ষমতা। অন্যদিকে এক এক্সাফ্লপ হলো প্রতি সেকেন্ডে ১০ লাখ ট্রিলিয়ন গাণিতিক হিসেব করার ক্ষমতা। ডারপা জানিয়েছে, ২০১৮ সাল নাগাদ এই কম্পিউটার চালু হবে। জানা গেছে, এই প্রকল্পের লক্ষ্য ছিলো উপাত্ত তরঙ্গের বিশ্লেষণ করা এবং সেন্সর করা যায় এমন কম্পিউটার তৈরি করা।

এই গবেষণা প্রকল্পটিকে বলা হচ্ছে ‘ইউবিকুইটাস হাই পারফরম্যান্স কম্পিউটিং’ বা ইউএইচপিসি। এর ফলে এমন প্রসেসর তৈরি করা সম্ভব হবে যা বর্তমান কম্পিউটিংয়ের মুরস ল’-কে অগ্রাহ্য করতে সক্ষম হবে। মুর’স ল অনুসারে বলা হয়ে থাকে, প্রতি বছর কম্পিউটার প্রসেসরের ক্ষমতা প্রতি দুই বছরে দ্বিগুণ হতে থাকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.