আমাদের কথা খুঁজে নিন

   

কাজী আবদুল ওদুদকে লেখা রবিন্দ্রনাথ ঠাকুরের চিঠি।

বোল্ট ম্যাজিকের প্রহর গুনছি। কল্যাণীয়েষু আমার সঙ্গে যাদের ব্যবহার তাদের প্রচুর পরিমানের ক্ষমগুনের চরচার (ফন্ট ভেঙ্গে যাওয়ার কারনে এভাবে লিখতে হলো) প্রয়োজন ঘটে। আমার বন্ধুরা যারা আমাকে জানে তাদের পক্ষে এটা দুঃসাধ্য নয়, কারণ তারা এও জানে যে তাদের সমন্ধে আচরনে আমার যা কিছু স্খলন ঘটে তার কারণটা আমার অন্তরে নেই, সেটা বাইরে। তোমার চিঠি পাবার পরদিন সেটা হারিয়েছি। এরকম ঘটনা আমার টেবিলিক অরাজকতায় প্রায়ই ঘটে।

আমার ব্যবহারিক জীবনে একটা অব্যবস্থাপনার উপসরগ (ফন্ট ভেঙ্গে যাওয়ার কারনে এভাবে লিখতে হলো) আছে সে আমাকে পদে পদে অপরাধী করে, তাতে ইচ্ছাকৃত ত্রুটির সমান ফলই পেয়ে থাকি। এই আমার কৈফিয়ৎ, সন্তোষজনক নয় কিন্তু সমুলক। দরিদ্রের কাঁথার মতো- ছিদ্র স্বীকার করতই হয় তাতে লজ্জা নিবারণ হয়না। তোমার সেই লেখাটি পড়ে খুশি হয়েছিলুম এবং আমার টেবিল থেকে আহরণ করে যে দুই একজন বন্ধু পড়েছেন তারাও প্রশংসা করেছেন। বিদ্যালয় খুলেছে- এই সময়টা অত্যন্ত কাজের ভিড়।

ব্যস্ত হয়ে আছি। ইতি অনুরক্ত শ্রী রবিন্দ্রনাথ ঠাকুর ১২ অগ্রহায়ণ, ১৩৩৫। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.