আমাদের কথা খুঁজে নিন

   

কাজী অফিস সার্বজনিন যে কোন ধর্মের পাত্র /পাত্রী বিবাহ রেজিষ্ট্রারী করতে পারবেন কাজী অফিসে।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... কাজী অফিস আইন মন্ত্রনালয়ের অধীনে আছে। ধর্ম মন্ত্রনালয়ের অধীনে নয় । বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বিবাহ রেজিষ্ট্রি বাধ্যতামূলক করা জরুরী । আমাদের বর্তমান প্রচলিত কাজি অফিস আইন মন্ত্রনালয়ের অধীনে হওয়ায় তা সার্বজনিন রুপ পেয়েছে। ধর্ম মন্ত্রনালয়ের অধীনে গেলে তা সকলের জন্যে উম্মক্ত থাকবেনা ।

অন্য ধর্মের সবাই এখনো তাদের বিবাহ রেজিষ্ট্রারী কাজী অফিসে না করে উকিলের মাধ্যমে এফিডেবিটের করছেন। কিন্তু তাতে সরকার নির্দিষ্ট অংকের কোন শুল্ক এই বিবাহ থেকে পাচ্ছেন না। যদি ও ষ্টাম্প শুল্ক বাবদ যথ সামান্য কিছু পাচ্ছেন। বাংলাদেশের সব ধর্মের জন্যে বিবাহ রেজিষ্ট্রারী কাজী অফিসের মাধ্যমে করা জরুরী। কাজী অফিসের বিবাহ শুল্ক বাড়ানো প্রয়োজন ।

কাজী সাহেবদের মাধ্যমে তা বর্ধীত আকারে সংগ্রহ করা যেতে পারে। তাতে বিবাহ বিচ্ছেদ এবং তালাক কমে যাবে বলেই মনে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.