আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে আলোকচিত্র প্রদর্শনী

চাইলেই তো অনেক কিছু লিখা যায়, কিন্তু এতো সময় কই বলুন.. ফটোএক্সিবিশন “Release The Shutter-2013" তারিখ ও স্থান : ১৭ - ১৯ এপ্রিল এক্সিবিশন অনুষ্ঠিত হবে ব্রহ্মশৈলী চারুতলা , ময়মনসিংহ । ( জয়নুল আবেদন সংগ্রহশালার বিপরীতে ) এবং ২০ এপ্রিল জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় , ত্রিশালে, ময়মনসিংহ ময়মনসিংহের এক ঝাঁক তরুন আলোকচিত্রিদের নিয়ে শিল্পচার্য জয়নূল আবেদিন সংগ্রহশালার সামনের উন্মুক্ত গ্যালারীতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ’রিলিস দ্যা শাটার’ শুরু হয়েছে। প্রদর্শনীর আয়োজন করেছে ফেইসবুক ভিত্তিক ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ক পেইজ ‘ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি’, ব্রহ্মশৈলী চারুতলা গ্যালারী , ময়মনসিংহ এবং ‘জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব’ । প্রদর্শনীর উদ্যোক্তারা বলেন — কোন রকমের কর্পোরেট সহযোগিতা ছাড়া কিছু ব্যাক্তির উৎসাহে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য ময়মনসিংহে আলোকচিত্রকে জনপ্রিয় করে তুলে ধরা । তারা বলেন, শুধু আলোকচিত্র নয়, ভবিষ্যতে চলচ্চিত্র নিয়েও কাজ করবার ইচ্ছা আছে ।

বাছাইকৃত ৩৬ জনের ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত । উদ্যোক্তারা আরও আশা প্রকাশ করেন সবার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে ভবিষ্যতেও এই ধরনের সৃজনশীল কার্যক্রম আরও বড় পরিসরে ময়মনসিংহে অব্যাহত থাকবে । 'Mymensingh Film & Photography Society' facebook Page facebook ‘Release The Shutter’ Event আলোকচিত্র প্রদর্শনীর কিছু ছবি... প্রদর্শনীর প্রথম দিনের কিছু দর্শক অনুভূতি......... * মনো মুগ্ধকর কিছু ছবি দেখলাম। সারা জীবন মনে রাখার মত। - ঊর্মি * ছবিগুলো দেখে অনেক ভাল লাগলো, আশা করি ময়মনসিংহে আরো বেশি ফটো প্রদর্শনীর আয়োজন করবে আয়োজকরা।

-মাসুম *খুবি ভালো লাগলো। মন খুব খারাপ ছিল। ভালো হয়ে গেলো। এরকম উদ্যোগ আরো নিলে উদীয়মান ফটোগ্রাফার এবং আমাদের মত ফটোপ্রেমিকদের খুবি উপকার হয়। - কনিকা * তোমাদের উদ্দীপনা দিন দিন বৃদ্ধি পাক, এই কামনায়... – মহিউদ্দীন আহাম্মেদ *আগে পিছে কিছু নাই।

JUST “ঝাক্কাস” - kazi amiru Bin Faruk. এছারাও আরো আনেকে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে নতুন ভাবে অনূপ্রেরনা দিয়েছেন দেখে সবাইকে ধন্যবাদ । Exhibition এর ৩য় দিনে.... সবাইকে আমন্ত্রণ , পরিবার , বন্ধু সবাইকে নিয়ে আসুন এক্সিবিশনে.. 'Mymensingh Film & Photography Society' facebook Page  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.