আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যান নিহত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আজ রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ি সেলিম (৪০) নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহত লোকজনের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুুরে স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। এ সময় ‘ভিআইপি’দের খাবারকক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে গামারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিমের ভাই মজনু মারধর করে আজিজুল হক খানকে আহত করেন। এ ঘটনার পর আহত আজিজুল হক তাঁর এলাকা কলসিন্দুর বাজারে চলে যান। খবর পেয়ে আজিজুল হকের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কলসিন্দুর বাজারে সমবেত হন।

প্রতিশোধ নিতে আজিজুল হক তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। খবর পেয়ে সেলিমের লোকজনও সশস্ত্র অবস্থান নেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.