আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, আহত অর্ধশত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়লাকান্দা এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি ময়মনসিংহ ছাড়ার পর ভোর ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়লাকান্দা নামক স্থানে পৌঁছলে বিকট শব্দে লাইনচ্যুত হয়।

ট্রনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তিনটি বগি রেললাইনের পাশে ধান ক্ষেতে পড়ে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্রেনের চালক আফাজ উদ্দিন জানান, ট্রেনটি গৌরীপুর থেকে ছেড়ে ময়লাকান্দা এলাকায় আসলে বিকট শব্দে ঝাঁকুনি লাগে। পরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বুঝতে পেরে প্রাণপণ চেষ্টা করে ট্রেন নিয়ন্ত্রণ করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। জড়িতদের সনাক্ত করার কাজ চলছে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.