আমাদের কথা খুঁজে নিন

   

নিভে গেলো মনের সব আলো

আমার না বলা যত কথা হটাৎ একটি টেলিফোন, নিভে গেলো মনের সব আলো। সহজ-সরল স্বভাবের মেয়েটি, ‘হাইক্লাস কলগার্লের আখ্যা পেলো! টেলিফোনের ওপার থেকে অনর্গল বলা কথাগুলো বেদনার চোখে কষ্টের নোনা জল নিয়ে এলো, যন্ত্রণা আর আর্তনাদে বুকফেটে চৌচির হয়ে গেলো--- বুঝে গেলো সে আজ তার অপমানের ষোলকলা পূর্ণ হল! মিথ্যের হল জয়, সত্য মাটি চাপা পড়ে রয়! চোখে নেই ঘুম, যখনি ক্লান্তিতে চোখ বোঝে চারদিকে দীর্ঘ ছন্দে নাচে সুদীর্ঘ অন্ধকার! আনন্দঘন স্পন্দমান দিনগুলি এখন দুঃস্বপ্নের বাসর! ঘন অন্ধকার আর গুমোট ভ্যপসা গরমে অবরুদ্ধ বাতাস পলেস্তারা পড়া দেয়ালের উপরে বিষণ্ণ ছায়া, আর তোমাকে ঘিরে রাত্রি-জাগরণ-ক্লান্ত আমার কষ্টের দীর্ঘশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।