আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে হবেন একজন ফেসবুক সেলিব্রেটি?টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র-কিঞ্চিত ১৮+

যে মুখ নিয়ত পালায়......। । ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম "আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী জন্মই নেয় **** মত ভাগ হয়ে।

এখন আসেন একটা লিস্ট করি কি কি নিয়ে আমরা ভাগ হই। " শুরু হল আওয়ামিলীগ বিএনপি পাবলিক প্রাইভেট ইত্যাদি নিয়ে ভাগ হওয়ার কথা এর মাঝে একজন এসে বললেন, আমার স্ট্যাটাসে বেশী লাইক পড়ে তর স্ট্যাটাসে কম লাইক পড়ে এটা নিয়েও নাকী ভাগাভাগি হচ্ছে এখন। বাঙালী ভাগ হচ্ছে কার বেশী ফলোয়ার তা নিয়েও। বড় বিচিত্র এ দেশ! তো সেলিব্রেটি জিনিসটা সবাইকেই আকৃষ্ট করে। চ্যাংড়া পোলাপান দেখবেন ব্লগে নাস্তিকতা র নামে হুদা ধর্মরে গালাগালি পর্যন্ত করে যায় সেলিব্রেটি হবার কারনে।

(আমি অবশ্যই এখানে যারা যৌক্তিক ধর্ম আলোচনা করেন তাদের কথা বলছি না। ) তাই ফেসবুক সেলিব্রেটি হওয়া এখন সময়ের দাবী। কিন্তু ক্যাম্নে? ক্যাম্নে হইবেন আপনি ফেসবুক সেলিব্রেটি। আমি এই পোস্টে আপনারে জানাব কিছু টিপস এবং ট্রিকস। ভ্রু কুচকে তাকানোর কিছু নেই কিছু দুই নম্বরী ট্রিক্স ও থাকবে।

বাই হুক অর বাই ক্রুক সেলিব্রেটি হতেই হপে। .... প্রথমে টিপস সমগ্র – কীভাবে হইবেন একজন ফেসবুক সেলিব্রেটি ভাইবেন না হুদা প্যাচাইতেছি। এই টিপস গুলা একেবারে গুল্লি কাজ করার কথা। ক- প্রথমে অবশ্যই লাগবে একটা ফেসবুক একাউন্ট। ধরে নিলাম আপনার তা আছে।

এবার এতে সুন্দর টাইপ একটা ফডুক লাগান। তারপর খুইজা খুইজা বাইর করেন সব ফেসবুক সেলিব্রেটিরে। খ- ফেসবুক সেলিব্রেটি কীভাবে পাইবেন এ নিয়ে দুশ্চিন্তার কোন কার নেই। ফেসবুক ভর্তি এখন সেলিব্রেটি। চোখ বুঝে দশটা এড দিলে কমপক্ষে তিনটা বড় মাপের সেলিব্রেটি পাওয়া একেবারে স্বাভাবিক।

এই সেলিব্রেটি দের পাওয়া মাত্র এড/ফলো করেন। সাধারনত উনাদের এড করা যায় না। ফলো করতে হয়। গ- সেলিব্রেটি দের মধ্যে যারা ছেলে তাদের ডাকবেন ভাইয়া। টাকলু মাথার হইলেও ভাইয়া ডাকবেন।

ভুলেও আংকেল ডাকতে যাইয়েন না। উনারা মাইন্ড করবেন। যারা মেয়ে তাদের ডাকবেন আপুনি। আপু ও ডাকতে পারেন। তবে আপা না ডাকাই ভালো।

একটু আল্লাদি আল্লাদি ডাক...... ইয়ে বুঝেনই তো। ঘ- কিছু মন্তব্য টেমপ্লেট রেডি করে রাখবেন। যেমন রজনীতির স্ট্যাটাসের জন্য এক ধরনের, ঈদের শুভেচ্ছা মুলক স্ট্যাটাসে এক ধরনের ইত্যাদি। রসালো ভাষায় নিজের সকল বিচার বুদ্ধি জ্ঞান দিয়ে কয়েক মাস সময় নিয়ে ধীরে সুস্থে মন্তব্য গুলো বানিয়ে রাখবেন। অতঃপর ভাইয়া আপুদের স্ট্যাটাস আসা মাত্র সবার আগে গিয়ে মন্তব্য কপি পেস্ট করে দিয়ে আসবেন।

ঙ- সেলিব্রেটি ভাইয়া আপুদের প্রতিটি স্ট্যাটাসে লাইক দিবেন, শেয়ার করবেন। চ- সেলিব্রেটি দের নিজেদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আপনি এসবে নাক গলাবেন না। দুই পক্ষেই জাঝা দিয়ে আসবেন সুযোগ মত। ছ- সেলিব্রেটি ভাইদের ট্যাগ করে প্রতি সপ্তাহে তিনটা থেকে সাতটা স্ট্যাটাস দিবেন।

ছবিতে ট্যাগ করবেন না। শুধু স্ট্যাটাসে ট্যাগ করে বলবেন- অমুক ভাইয়ার স্ট্যাটাস গুলো কিউউউউট! অমুক আপুর স্ট্যাটাস পড়ে হা হা প গে! আপু আসলেই গ্রেট। এসব চালিয়ে যাবেন একটানা ছয়মাস। এরপর দেখতে থাকবেন আপনার ফলোয়ার বাড়ছে। সেলিব্রেটি ভাইয়া আপুদের নজরে আপনি পড়ে গেছেন।

তারা আপনার প্রতি খোশ হয়ে মাঝে আপনার স্ট্যাটাসে লাইক/শেয়ার দিবেন। তাতেই কেল্লাফতে! আপনারে আর পায় কে! ছয় মাসের মধ্যে আপনি হয়ে যাবেন দ্য ফেসবুক সেলিব্রেটি। । এবার বলা যাক সেলিব্রেটি হবার দুই নম্বরী পন্থা গুলো বিষয়ে। তবে আল্লার ওয়াস্তে এইগুলা নিজ দায়িত্বে প্রয়োগ করবেন।

আইডি হ্যাক হলে বা অন্য কিছু হলে আমি দায়ী নই। ক- একটা ফেসবুক একাউন্ট খুলবেন। হিন্দি বাংলা ইংলিশ যেকোন ভাষার একটি মেয়ে নাম দিবেন। উন্নত বক্ষা কোন নায়িকার(তামিল প্রেফারেবল) ছবি যোগ করবেন। এই আপনার কাজ শেষ।

এরপর এক মাস ঘোরাঘোরি করে এসে ফেসবুক খুলে দেখবেন আপনার ফলোয়ার পাঁচ হাজার! সহজেই ফেসবুক সেলিব্রেটি! খ- একটা অনলাইন টুল আছে(http://www.likelo.com/)। ফেক লাইক বাড়ানোর জন্য। স্ট্যাটাস দিয়া স্ট্যাটাস টুল টাতে সাবমিট করলেই অজস্র লাইক। ফেসবুকের জনগন কিন্তু লাইক খেকো। মানে যদি দেখে আপনার স্ট্যাটাসে মুহুর্তেই পচিশ লাইক তাহলে বাকী পচিশ জন তার চেয়ে দ্রুত গতিতে লাইক দিয়ে চলে যাবে।

এভাবেই হয়ে যাবেন আপনি ফেসবুক সেলিব্রেটি। টুল টা ব্যবহার কতটুকু নিরাপদ আমি জানিনা। ব্যবহার নিজ দায়িত্বে করবেন। । গ- ফটোশপে মনের মাধুরী মিশিয়ে একটি ছবি বানাবেন।

ধরেন একটা কলা গাছে ঠিক মাথায় একটা মানুষের মাথা লাগাবেন। লাগিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলবেন, আল্লাহর কি কুদরত! আমাদের এলাকার কলাগাছ! আজ সকালে মানুষের মাথা গজাইছে! এই ছবি হাজার হাজার কোটি কোটি বার শেয়ার হবে। লোকজন আবেগে আপ্লুত হয়ে মন্তব্য করবে। এটার পক্ষে বিপক্ষে নোট লেখা হবে। আর আপনি এই ফাঁকে সেলিব্রেটি।

গুরুত্বপূর্ন পোস্ট এখানেই শেষ । বি দ্রঃ এটা যে ফান পোস্ট তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নি তাদের বলছি এটা একটা ফান পোস্ট ছিল। সবাই হালকা ভাবে নিবেন আশা করছি। বিশ্বাস করেন এই পোস্ট হিলিয়ামের চেয়েও হালকা।

ফেসবুক নিয়ে অন্যান্যঃ ফেসবুক এবং মানসিক রোগের বিস্তার--দি লাইক সিন্ড্রোম ডিজিটাল যুগে খবরের বিবর্তনঃ ফেসবুকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার অশ্লীলতা!! জনজীবন বিপন্ন!(ফান পোস্ট) একটি রবীন্দ্র গবেষনা-ফেসবুকে কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিভ্রান্ত এক গুরুভক্ত ভ্যালেন্টাইন্স ডে'র আগমন উপলক্ষ্যেঃ ফেসবুকে মেয়ে পটানোর অভিজ্ঞতালব্ধ উপায়সমুহ(পরিক্ষীত) ফেসবুক স্ট্যাটাস নিয়া একটা তত্ত্বপূর্ন গবেষনা--দুনিয়া বড়ই বিচিত্র  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.