আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নেতা ইলিয়াস আলি কে লিখা হুমায়ুন তোরাব এর চিঠি ।

আমি একজন দুঃখী মানুষ। এ নয়ে আমার কোন দুঃখ নেই। জন্মেছি পুরুষ হয়ে। এখন মানুষ হয়ে আরও একবার জন্মাতে চাই । আমি শুধু স্বপ্ন দেখেই ক্লান্ত হই না, স্বপ্নকে বাস্তবে রূপ দেই।

নিজের কাছে আমি খুব সত্‍ একজন মানুষ। প্রিয় ইলিয়াছ ভাই, কেমন আছেন ? কোথায় আছেন আপনি? আমি মাঝ রাতে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে আপনাকে খুঁজি । আমার মন বলে আমি কোন এক পূর্ণিমার রাতে আপনাকে দেখতে পাব । দেখতে পাব আপনি হেটে হেটে আসছেন । চাদের আলো আপনার শরীরকে গোসল করিয়ে দিচ্ছে ।

ইলিয়াছ ভাই, আপনি বোধয় জানেন না, আপনার সাথে আমার পরিচয়ের কথা, জানবেন বা কি করে । খুব বেশী আগের কথা না ভাই, বছর খানেক আগে এপ্রিলে আমি বাড়ি গিয়েছিলাম । আমার ভালবাসার মানুষের সাথে দেখা করতে,সে ৩ মাস আমার সাথে তখন কথা বলেনি, কেন ? ঠিক এ ধরেছেন ভাই । কেন ? এর উত্তর খুঁজতেই পরীখ্ষা দিয়ে বাড়ি গিয়েছিলাম। নাহ, সে দেখা করেনি ,আমার বুকের আশা কে সে ধাক্কা মেরে রাস্তায় কুকুর দিয়ে খাইয়েছে ।

ভাই, আপনি হাসছেন ? সত্যি কথা বলতে কি আমি সে দিনের বেপার গলা এখন খুব স্পষ্ট করা বুঝি । লাইন ভাই লাইন বুঝি । তাই আজ কাওকে ধাক্কা মারতে আফসোস হয় না,আপনি জেনে আরো মজা পাবেন যে আমার ভালবাসার মানুষ কেও আমি ধাক্কা মেরেছি। হয়ত তার মত পারিনি, ধরুণ মিসাইল মারতে পারিনি , সে আমাকে গুলি মেরেছে, বিনিময়ে আমি তাকে ঢিল মেরেছি। ৪ বছরের এই অর্জন নেহাত কম নয়।

সে দিন ওর সাথে কথা বলতে পারিনি , তবে প্রেমে ব্যর্থ হয়েছি একথা বলা ঠিক হবে না । সে কয়েকবার ফিরে আসতে চেয়েছিল, আমি সুযোগ দেয় নি , আমি ভাই খুব স্বার্থপর । আমি শরৎচন্দ্রের দেবদাস হয়নি ,আমি বাংলা সিনেমার মদ খেয়ে গান গাওয়া পাগলা নায়কও হতে পারিনি,তাই একটা ছেলে হিসেবে ঠোঁটে জ্বলেছে বেনসন আর চা । যা বলছিলাম ভাই, বাড়ি থেকে ফেরত আসার সময় আপনার সাথে আমার পরিচয়, বি এন পি অনবরত হরতাল দিচ্ছে আর আমার আসা পিছাচ্ছে । আমার ঢাকা আসা খুব দরকারী হলেও আমি পারিনি, আপনি তখন টিভি চ্যানেলের শিরোনাম।

আপনি দেশের অনেক বড় একটা দলের নেতা ছিলেন তাই আপনাকে খুঁজতে দলটি রাস্তায় নামে,ভাই একটা প্রশ্ন আমার মাথার মধ্যে প্রায় আসতো । কেবল আপনি কি মানুষ এর বাকী ১৫ কোটি বাংলাদেশের মানুষ কি মানুষ না ? কি জানি, আমি ছোট মানুষ এতো কিছু বুঝিনা,সমাজের অন্ধকারে ক্ষমতা ধারী দের ক্ষমতা দেখে আমি অভ্যস্ত। আমার কাছে এগুলা অনিয়ম মনে হয় না । ১৫ কোটি মানুষ যদি কখনো কোনো সময় হারিয়ে যায় তার খবর কি কোন দল রাখবে ? সরকার, সে তো এক বাজিগর, সে তো খেলছে। আমাদের রাস্তায় নামিয়ে উদ্যম গায়ে খেলছে, আর হাঁসছে।

১ তা বছর পার হয়ে গেছে ভাই,আপনাকে সবাই ভুলে গেছে । কাল শুনলাম আপনার দল নাকি প্রতিবাদ কর্মসুচি দিয়েছে। কি হবে ভাই ? সরকার আপনার স্ত্রীর খবর নেয়নি, কেও ই নেয়নি,আপনাকে ভুলে গেছে । আমার মাঝে মাঝে মনে হয় ওই মেয়েটির কথা, সেই ধর্ষিত মেয়েটির কথা । যার শরীরে অগুনিত হাত অগুনিত শিশ্ন নির্যাতন করেছিল ।

আচ্ছা ভাই ওই মেয়েটি কি এসব ভুলে যেতে পারে ? ভাই,রাতের অন্ধকারে যখন চারপাশ নিশ্চুপ হয়ে রয় তখন কি ওই মেয়েটি মশারি টাঙ্গিয়ে বিছানায় শুয়ে ঘুমাতে পারে ? আমার খুব জানতে ইচ্ছে করে ভাই,খুব জানতে ইচ্ছে করে। শরীরের প্রতি তার আগের ভালোবাসা কি তখনো থাকে ? ভাই আপনি আগে ভাগে হারিয়ে যেয়ে ভালোই করেছেন, আপনি দেখেননি উত্তাল শাহবাগ কে,দেখেননি সেই শাহবাগের জাগরণ । আপনি এর দেখেননি শাহবাগ আন্দোলন কিভাবে চুরি হয়ে পকেটে ঢুকে গেল। একটা বিশাল সমর্থন কিভাবে চাদর বাবা পকেটে পুরে ফেললো । ভাই,আপনি আগে হারিয়ে যায়ে বরং ভালো করেছেন, রাগ করছেন ভাইয়া ? আমি সত্যি বলছি ।

কিছু দিন আগে ১৫০+ মানুষ মারা গেল, লোকে কি বলে জানেন ভাই ? লোকে বলে তারা মানুষ না তারা জামায়াত-শিবির, আজ মানুষ এর মানুষ নেই। চট্টগ্রামে এবার মানুষ মারা গেল, শুনছি ৩০ জনের উপরে হবে, লোকে কি বলে জানেন ভাই ? লোকে বলে এরা মানুষ না, এরা আওয়ামেলিগ। আজ মানুষ আর মানুষ নেই ভাই,আজ তারা নিজের গায়ের টাইটেল মুছতে চাইছে । ছোট বেলাতে মানুষ আগে পড়তো "আমি বড় হয়ে ভালো মানুষ হব । " এখন ভাই মানুষগুলো ভালো মানুষ হতে চাচ্ছে না ।

তারা শুধু তাদের গায়ের বদনাম ঘোচাতে চাছ্ছে । আপনি আগে ভাগে হারিয়ে গিয়ে ভালো করেছেন নয়তো আজ আমাকে চিঠি লিখতে হতো বি এন পি কে। আমি যদি মারা যায় তাহলে হয়তো আমার পাছার লুঙ্গি খুলে দেখা হবে আমার পাছাতে কোন দলের ছাপা মারা। ভাই আপনি নাকি মারা গেছেন ?? আমি আসলে এভাবে ভাবতে চাই না ভাই,আমি স্বপ্ন দেখি আপনি হাতে একটা পোটাটো চিপ্স নিয়ে বাড়ি ফিরছেন । আপনার পুরাতন ড্রাইভার গাড়ি চালিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছে।

বাঙালি হয়ে যখন জন্মেছি স্বপ্ন তো দেখতেই হবে। সেই ৭১ থেকে স্বপ্ন দেখছি,স্বপ্ন দেখে দেখে মৃত্যুর পথে হাঁটছি । ১৬ ডিসেম্বরের জয় বাংলা,বাংলাদেশ জিন্দাবাদ,মুজিব জিন্দাবাদ স্লোগানে যে সপ্নের শুরু হয়েছিল এখনো সে স্বপ্ন দেখি । ভাই আমি মারামারি খুনাখুনির দেশ চাই না, আমি আবার ইট গুড়া করে হলুদ বানাতে চাই,গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতে চাই, কলার গাছের ছোবড়া কে দাড়িপাল্লা বানিয়ে বালুকে ভাত,গাছের ডালকে মাংস করে খেতে চাই। ভাই আমি ঐ বাংলাদেশ চাই,আমার সপ্নের বাংলাদেশ ।

ইতি আমি * ১৬ ডিসেম্বরের জয় বাংলা,বাংলাদেশ জিন্দাবাদ,মুজিব জিন্দাবাদ স্লোগানটি এ বছর ২৬ এ মার্চ বিটিভি তে শোনা। তাই তেনা প্যাচাবেন না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.