আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি'র কথা

এক মুহুর্তের জন্য হলেও আশা করেছিলাম ২০০৮ এর ভরাডুবির পরে বিএনপির কিছু উন্নতি হবে। জামাতসঙ্গ ছেড়ে ১৯৯১তে তারা ১৪১ টা আর ১৯৯৬ তে ১১৬টা সীট পেয়েছিল। আমাদের সময় যারা ছাত্রদল করতো তাদের পঞ্চাশ শতাংশেরও বেশী চারদলীয় জোটকে রাজনৈতিক ভুল মনে করতো। সে যাই হোক ২০০১ সালে ঐ জোটের জোরে বিএনপি ক্ষমতায় যায়। তারপর যা যা ঘটেছে তার পরিণামে বিএনপির আসন সংখ্যা এখন ৩০।

সেদিক থেকে আমার সেই যূগের ছাত্রদল বন্ধুদের ধারণাকে ভুল বলতে পারি না। কিন্তু এই উপলব্ধিটা বিএনপির নিজের আসছে না কেন? এই মুহুর্তে আওয়ামী লীগ সরকারের যা অবস্থা তাতে একটা সুসংগঠিত বিরোধীদলের বস্তা বস্তা ইস্যু পাওয়ার কথা। বিএনপি সেই পথে যাচ্ছেই না। বদলে নিজেদের পুরনো ছাগলামীকে জায়েজ করতে বেচাঈন হয়ে আছে। রামছাগলগুলি বুঝতে পারছে না জামাত যদি বিএনপিকে খেয়ে ফেলে সেটা বর্তমান আওয়ামী রাজনীতিকেই শক্তিশালী করবে।

কারণ বিএনপি একা যদি কখনো পানিতে পড়ে জামাত তাকে ভুলেও বাঁচাতে যাবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.