আমাদের কথা খুঁজে নিন

   

একমঞ্চে ‘স্পাইস গার্লস’

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২০০৮ সালের পর আবার একসঙ্গে গাইবেন বৃটিশ পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’-এর সদস্যরা। ২৭শে জুলাই থেকে লন্ডনে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে একসঙ্গে গান গাইবেন এই ব্যান্ডের পাঁচ শিল্পী। বৃটিশ মিডিয়া জানিয়েছে, জেরি হ্যালিওয়েল (জিঞ্জার স্পাইস), এমা বান্টন (বেবি স্পাইস), মেলানি চিশহোম (স্পোর্টি স্পাইস), মেলানি ব্রাউন (স্কেয়ারি স্পাইস) ও ভিক্টোরিয়া বেকহ্যাম (পশ স্পাইস)- এই পাঁচ গার্ল অলিম্পিকের শেষ দিন ১২ই আগস্ট গান গাইবেন।

আর তাদের সঙ্গে জর্জ মাইকেল, দি হু, টেইক দ্যাট এবং জেসি জি’র মতো পপশিল্পীরাও যোগ দেবেন এ অনুষ্ঠানে। ‘স্পাইস গার্লস’ সদস্যরা এদিন দু’টি গান শোনাবেন। এর একটি হলো ১৯৯৬ সালে তাদের প্রথম অ্যালবামে প্রকাশিত হিট গান ‘ওয়ানাবি’। এ গানটি ৩০টিরও বেশি দেশের টপচার্টে এক নম্বর অবস্থানে ছিল। বুধবার দেয়া এক রেডিও সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বিশ্রামে থাকা এই গ্রুপের হয়ে আবারও গান গাওয়ার চেয়ে ভালবাসার কিছুই নেই জানিয়ে বলেছেন, আমি কামব্যাক টুর সম্পর্কে তেমন কিছু জানি না।

কিন্তু গার্লদের সঙ্গে আবারও এক হতে পারবো বলে ভাল লাগছে। অলিম্পিকের জন্য আমরা খুবই উদ্দীপ্ত। তবে অলিম্পিক নয়, এরও দুই বছর আগে থেকেই স্পাইস গার্লদের এক হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সবার কর্মব্যস্ততার কারণে দেরি হচ্ছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।