আমাদের কথা খুঁজে নিন

   

একমঞ্চে চার তারকা

ঢালিউডের চার উজ্জ্বল তারকা এবার একসঙ্গে একই মঞ্চে আলো ছড়াবেন।

নেচে গেয়ে দর্শক ভক্তদের মন ভরাবেন। এই চার তারকা হলেন মৌসুমী, ওমর সানি, ফেরদৌস ও নিপুণ। মহান বিজয় দিবসের একটি অনুষ্ঠানে অংশ নিতে বাহরাইনের ভক্তদের আমন্ত্রণ পেয়েছেন তারা। ১২ ডিসেম্বর সেখানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১১ ডিসেম্বর বাহরাইন রওনা হচ্ছেন তারকারা।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। উলি্লখিত চার তারকারই বড় পর্দার জনপ্রিয়তা আকাশছোঁয়া। নিপুণ ছাড়া বাকি তিনজন চলচ্চিত্রে আসেন নব্বই দশকে। এখনো সমান জনপ্রিয়তায় অভিনয় করে যাচ্ছেন তারা।

বড়পর্দায় তাদের জুটিবদ্ধ কিংবা একক উপস্থিতি, দুটোই সমানতালে দর্শকের মন কেড়েছে এবং কাড়ছে। মৌসুমী, ওমর সানি কিংবা মৌসুমী-ফেরদৌস, এই দুই জুটিই অভিন্ন ভালোবাসায় দর্শক হৃদয়ে সমাসীন। আবার ফেরদৌস-নিপুণ জুটির অভিনয় সংখ্যায় কম হলেও তাদের দর্শক গ্রহণযোগ্যতায় বেশি। ২০০৭ সালে ঢালিউডে এসেই দর্শকমন জয় করেছেন নিপুণ। দুবার জাতীয় পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

আর মৌসুমী-ফেরদৌস তো একাধিকবার জাতীয় সম্মান পেয়ে নিজেদের সফলতার ঝুলিকে পূর্ণতা দিয়েছেন। ওমর সানি নায়ক হিসেবে দর্শকহৃদয়ে যতটা ঝড় তুলেছেন খলনায়ক হিসেবেও তাই। ওমর সানির ক্যারিয়ারে আলো আসে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে। মধ্যে মুটিয়ে যাওয়ায় নায়ক থেকে খলনায়কের আসনে চলে আসেন সানি। এখানেও সফলতা তাকে ছায়ার মতো অনুসরণ করে।

এখন আবার স্বাস্থ্য সচেতন হয়ে দৈহিক সৌন্দর্য পুনরুদ্ধার করায় নাটক ও চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে ফিরলেন এ জুটি। এবারও দর্শকমন জয় করলেন তারা।

এছাড়া মঞ্চেও রয়েছে তাদের সমান দর্শকপ্রিয়তা। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে একসঙ্গে পারফর্ম করে আবার দর্শক হৃদয়ে উন্মাদনার ঝড় তোলেন মৌসুমী - ওমর সানি। এবার তারা চারজন একসঙ্গে বাহরাইন যাচ্ছেন ভক্তদের মনে রংধনুর আলো ছড়াতে।

সেখানকার দর্শকরাও গভীর আগ্রহে অপেক্ষা করছেন মঞ্চ আলো করা তাদের প্রিয় শিল্পীদের মন্ত্রমুগ্ধ কাজ দেখতে। এরই মধ্যে নাকি শোয়ের ৭০ ভাগ টিকেট বিক্রি হয়ে গেছে। এতেই আঁচ করা যায় এ চার তারকার জনপ্রিয়তার দৌড় যে কতটা সীমাহীন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।