আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা পোস্ট- আজই লিখলাম কবিতাটি

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। কে গো তুমি নির্জনে একেলা বিজন পথে চলেছো হেঁটে কোন সুদূরের পাণে ফিরে নাহি চাও কে তোমায় ডাকে। পাতাঝরা এই ফাগুন বেলায় জানিনা মেতেছো এ কোন খেলায় তোমার পাণে উর্ধ্বমুখে চেয়ে নিঃশেষ হয়ে গেল কত ঘাস-কন্যা-মেয়ে তুমি ফিরে তাকালে না তাদের পাণে। চলেছো কোন সুদূরের পাণে এমন উথাল-পাতাল বেশে। যে মেঘ চলেছিল ভেসে থেমে গেছে সে অবশেষে তোমার কথা ভেবে, যে বাতাস বইছিল সুরেলা গুঞ্জনে তার থেমে গেছে সুর তোমার কারণে। চলেছো কোন সুদূরের পাণে এমন রন-রঙ্গিনী সাজে। যে মধুকর ছুটেছিল কাজে সে ভুলে গেছে পথ তোমার পাণে চেয়ে, প্রজাপতি রং ছড়াবে বলে পাখা মেলেছিল এই বনে তোমার ছুটে চলার তান্ডবে মেতে সে ভুলে গেছে রং ছড়াতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.