আমাদের কথা খুঁজে নিন

   

“তুমি ও কবিতা কিংবা তুমিই কবিতা” - হতভাগ্য কবি (একজন অপদার্থ)

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। “তুমি ও কবিতা কিংবা তুমিই কবিতা” ভেবেছিলাম আমাকে দিয়ে জীবনে কিছু হবে না পাইলট হবার স্বপ্ন খেলনা প্লেনেই শেষ .... ডাক্তার হবার স্বপ্ন ইঞ্জেকশনের এক খোঁচায়, যুদ্ধ ভয় পাই বলে হতে পারিনি সেনাপ্রধান খইয়ের মতো মিথ্যা আসেনা বলে হতে পারিনি বাগ্মী রাজনৈতিক যখন এইসব কষ্ট ভুলে মহাকবি হতে চাইলাম তখনই চোখ পড়লো তোমার চোখে কি আশ্চর্য মায়া সেখানে জীবনের লক্ষ্য চুড়ান্ত হয়ে গেলো তখনই আমি কবি হবো- হতভাগ্য কবি, শুধু কবিতার কবি আমি জানতাম তোমার চোখ শত শত কবি সৃষ্টি করতে পারে কিন্তু ভাবিনি যে তুমিও কবিতা ভালোবাসো কোন এক ভাগ্যবান কবির কবিতা তোমার চোখে একবার তাকিয়ে আমি আর কবিতাকে ছাড়তে পারিনি পাষবিক কাতরতায়, প্রায় প্রতিরাতেই একটি দু’টি কবিতা- আমার ঘরের মেঝেতে গড়াগড়ি খায় অদ্ভুত বিষয় কি জানো? সেই কবিতায় আমি তোমার চোখের ভাষা দেখতে পাই বুঝতে পারি, যতই হতভাগ্য হই না কেনো আমি একজন কবি কবিতার কবি ।। © হতভাগ্য কবি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.