আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা দিবস উপলক্ষে somewhereinblog বন্ধুদের উৎসর্গ করে কয়েকটি খন্ড কবিতা



আজ কবিতা দিবস উপলক্ষে somewhereinblog বন্ধুদের উৎসর্গ করে কয়েকটি খন্ড কবিতা মোজাফফর হোসেন ১ একবার তুমি আমি এবং সে- আমরা ক’জন- স্বাধীনতার মানচিত্র এঁকেছিলাম বন্দিশিবির থেকে... অত:পর মানচিত্র ভাগাভাগির খেলায় তুমি হারালে পা, আমি হাত, সে হল অন্ধ ! বন্দি শিবিরেই বন্দি থাকলো আমাদের স্বপ্ন; মাঝখান থেকে ঘটে গেল এক মহাকেলেঙ্কারী: সমস্ত দেশ জানল, যুদ্ধ ছাড়া আমাদের চলে না ! অথচ তুমি বেশ ভালো করেই জানো- ভালোবাসার জন্য যারা কাঙাল তারা এখন তাবু গেড়েছে আমার বাড়ীর চারপাশে, স্বপ্ন বুনেছে আমার বাড়ির স্যাঁতসেঁতে আঙিনায়। ২ বসে আছি অকারণ- কেউ বলেনি আমাকে এখানে আসতে কারো আসবার কোথাও নেই আজ; আমার নিজেরই ছায়ার উদগ্রীব দেখে বললাম, আজ আমি একাই; ছায়াটি বলল, আমি জানি, তুমি প্রতিদিনই একা আজ শুধু সঙ্গিহীন; আমরা সবাই একা আমাদের এই একাকীত্ব অনন্ত কালের... আমি তবুও বসে থাকি, বৃক্ষের মতন নিশ্চুপ-নিস্তেজ হয়ে; মানুষ আজকাল বড্ড বেশি ভুল করে, যদি কেউ ভুল করে এসে পড়ে! ৩ যখন হিংস্র হায়েনা আর স্বর্গভ্রষ্ট শিশু একসাথে খেলা করে আমি ভয়ে শিউরে উঠি; ভাবি, এ তো জীবন আর মৃত্যুর খেলা; কিন্তু যখন বড় হয়ে সেই শিশু ছটে হায়েনার পিছু পিছু আমি হায়েনা চিনতে ভুল করি; ভাবি, মানুষ এতো হিংস্র হল কি করে! ৪ একমুঠো রোদ্দুর হাতে একবার তুমি আর আমি ছুটেছিলাম অন্ধকার ধরতে, পারিনি; মাঝখান থেকে আমার পুড়েছে বাহির তোমার ভেতর; রোদ্রের উজ্জ্বল আভায় স্যাঁতসেঁতে আমরা গড়েছি পৃথিবী এক বিস্ময়ের ! ৫ আজ হঠাতই রোদে পুড়তে ইচ্ছে হল খুব ভাললাগা নিয়ে শুন্যের সাথে গড়লাম সখ্যতা- আমি আর সূর্য: মুখোমুখি দু’জন দু’জনার; কোন কথা হয়নি আমাদের, হয়নি গোপন কোন সন্ধি তবুও আত্মার আত্মীয় হয়ে উঠেছি আমরা- ধীরে ধীরে গলতে শুরু করেছে আমার শরীর, আমার রাগ, মান-অভিমান, সবকিছু; আমরা দু’জন গলতে গলতে ভেসে গেছি অসীম পূর্ণতার দিকে, জন্মের নেশায় নারীর গভীরে... ৬ তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো। কিন্তু কি লিখবো আমি ? হরিণের মত চোখ, চাঁদের মত সুন্দর তুমি নাকি কেশকালো চুল তোমার, মুক্তঝরা হাসি... কিন্তু এ যে খুব সস্তা কথা ! তাহলে কি লিখবো আমি? একটি কবিতা? একটি গাছ, একটি পাখিকে নিয়ে নাকি কথা দিয়েছিলাম বলে তোমাকে নিয়ে... ৭ একদিন স্বপ্নে প্রথম দেখেছিলাম তাঁকে; তারপর থেকে প্রায়ই দেখি- যেখানে সেখানে যেন আমার সেই স্বপ্নের ঘোর কাটছেনা কিছুতেই; স্বপ্নের মাঝেই গুম হয়ে আছে আমার বিশ্বলোক। অন্ধকারের এই আমি হঠাতই এক ছটা আলোর নেশায় গলা টিপে ধরলাম ঈশ্বরের, মুক্তি মিললো তাঁর- আলোর ঝরনায় ভেসে গেলাম আমি; লোকে যাকে শয়তান বলে, সেই হল ঈশ্বরের যোগ্য উত্তরসূরী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.