আমাদের কথা খুঁজে নিন

   

মাত্রা থাকা না থাকা।।

আজকাল রাজনীতিবিদদের মধ্যে মাত্রা জ্ঞানের চরম অভাব লক্ষণীয়। মাত্রার অভাবে তাদের নিজেদের চরিত্র যে কতটা ম্লান হচ্ছে সেটাও তারা বুঝতে চান না। আগে যে সব মানুষ একটু কৌশলের সাথে কথা বলতো তাদেরকে ব্যঙ করে বলা হতো--- পলিটিক্স করছেন। কিন্তু এখন যারা পলিটিক্স করেন তাদের মধ্যে সৌজন্যবোধ, পরিমিতিবোধ কোনোটিই নাই। একজন এমপি যখন তার বক্তব্যের মাঝে মাঝে বলে উঠেন --- আমার জন্য মায়া লাগে না।

তখন তাকে মনে হয় সার্কাসের ভাড়। একজন মন্ত্রী যখন নিজেদের ত্রুটি ঢাকতে বেশি করে লম্ফ ঝম্ফ করেন তখন মনে হয় চোরের মার বড় গলা। একজন রাজনীতিক যিনি দুর্ণীতির অভিযোগে অভিযুক্ত তিনি যখন অন্যকে দুর্নীতিবাজ বলেন তখন মনে হয় এক বুড়ি আরেক বুডিকে বলে নানি। আসলে মাত্রাহীনতারও একটা মাত্রা আছে। সেটাও নেই বর্তমান রাজনীতিকদের কাছে।

কী আওয়ামী লীগ কী বিএনপি--- লজ্জাবোধেরও লজ্ঝা শেষ। মাত্রাহীনতারও মাত্রা শেষ। এদের কথায় চোখ উপরে উঠতে কপালে উঠে যায়। তারপরও উপরে উঠতেই থাকে। অন্যের মতো করে খোলাখুলি বলতে পারি না বলে হয়তো অনেকে রাগ করবেন।

এবং মাত্রাহীনভাবে গালাগালি করবেন। তারপরও মাত্রাটিই তো নিজের অহংকার। যাদের মাত্রা নেই তাদের তো বর্বরতা ছাড়া আর কিছুই নেই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।