আমাদের কথা খুঁজে নিন

   

“যালিম শাসকের সামনে হক্ব কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ।” (সুনান আবু দাউদ, হাদিস নং ৪৩৪৪) ধারাবাহিক পোস্ট ২

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত জনগণের সম্পদকে বেসরকারীকরণ করে বিদ্যুৎ উৎপাদনের নামে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট প্রকল্প করে একদিকে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো এবং অপরদিকে ন্যূনতম আধাবেলা বিদ্যুতের সরবরাহ না করে মানুষকে গ্রীষ্মের দাবদাহে ঝলসানো - একটি যুলুম। হটাৎ করে বৃহস্পতিবার আবারো বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। সরকারের উপর মহলের চাপে এনার্জি রেগুলেটরি কমিশন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে কমিশন সূত্র জানিয়েছে।

আজ বিকেলে রেগুলেটরি কমিশন সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত ঘোষণা দেবে বলে সূত্র জানায়। সূত্র জানায়, বিদ্যুতের পাইকারি দাম বাড়বে শতকরা ৩০ ভাগ। আর খুচরা পর্যায়ে তা বাড়বে ২৪ থেকে ৩০ ভাগ। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম চার টাকা দুই পয়সা। আর খুচরা পর্যায়ে ১০০ ইউনিট পর্যন্ত তিন টাকা পাঁচ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি হলে সাত টাকা ৭৯ পয়সা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.