সকাল বেলাই মনটা খারাপ হয়ে গেলো। ফেসবুকে ঢুকে প্রথম স্ট্যাটাসটা পরে যা বুঝলাম তাতে আমাদের দেশের করুন অবস্থাটাই আবার দৃশ্যমান হয়ে উঠল। কিছুদিন আগেই বুয়েটের এক ছোটবোনের বাস অ্যাকসিডেন্টে পা কেটে ফেলার মত দুঃখজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক ছোট ভাইয়ের নির্মম কাহিনী শুনতে হল। স্ট্যাটাস এর পুরো অংশ নিচে তুলে দিলামঃ Rokonuzzaman Khan খুব কাছের বন্ধু Abhishek এর ছিনতাইকারীর কবলে পরার ঘটনার পূর্ণ বিবরণ : গতকাল সকালে অভিষেক ডলার endorse করতে HSBC ব্যাংক এ যায়... বেশ কিছুক্ষণ ব্যাংক এর সামনে দাড়িয়ে থাকার সময় ছিনতাইকারীরা তার কাছে প্রচুর টাকা আছে বলে সন্দেহ করে...বিজয় সরণীর কাছাকাছি রিকশায় আসার পর ছিনতাইকারীদের মোটরসাইকেল ওর বাম দিক দিয়ে রিকশার গতিরোধ করার চেষ্টা করে...ও ব্যাপারটা ধরতে পেড়ে ডান দিক দিয়ে নেমে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে যায়... তখন মাঝের মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী ওর নোটবুক আর মডেম নিয়ে ওর ডান উরু তে গুলি করে...ও তখন বলে “আর গুলি কইরেন না”...এরপর ছিনতাইকারীরা পালিয়ে যায়....এরপর ও ওর কাকা এবং AUST এ ফোন দেয় ...পরে বিকালে পঙ্গু হাসপাতাল এ ওর একটা Minor Operation হয় ...ডাক্তার দের রিপোর্ট মতে সৌভাগ্যক্রমে গুলি পা ঘেঁষে বেরিয়ে গেছে...গুলির ভাঙ্গা কিছু অংশ (স্প্লিনটার) ওর থাই এ ঢুকে যায়... সেটা বের করা হয়েছে...তবে আরও বেশ কিছু স্প্লিনটার ওর পায়ের বিভিন্ন অংশে গেঁথে গেছে...সেগুলো বের করা খুবই জটিল...তবে হাড়ের আশেপাশে স্প্লিনটার গেঁথে থাকলে সেটাই এখন সবচেয়ে ভয়ের কারন... এছাড়া বাকি স্প্লিনটার গুলো মাঝে মধ্যে অল্প সময় এর জন্য তীব্র pain দেওয়া ছাড়া আর কিছু করবে না...... সর্বশেষ : Abhishek এখন ওর কাকার বাসায়...ওর পা ব্যান্ডেজ করা... ডাক্তাররা ৭ দিন এর বেড রেস্ট দিয়েছে ওকে ... ৭ দিন পর আবার check Up করা হবে পুরোপুরি... সবাইকে ওর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার বিনীত অনুরোধ জানাচ্ছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।