আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা এরকম হয় কেন?

এজন নারী যদি কোন পুরুষকে কোন অনুরোধ করেন পুরুষ তা রাখার চেষ্ট করেন। যদি তার অনিহা থাকে তারপরও। মূলত সে নারীক কষ্ট দিতে চায় না। একই ভাবে একজন পুরুষ যদি কোন নারীকে কোন অনুরোধ করেন তাহলে নারী তার অনুরোধ রাখেন না। এমন কি চেষ্টাও করেন না।

এতে যদি পুরোষটির ক্ষতিও হয় তাপরও না। (ব্যতিক্রম অবশ্যই আছে) একই ভাবে কোন একজন মেয়ে যদি একটি ছেলেক পছন্দ করেন এবং তার পছন্দের কথা ছেলেটিকে জানান তাহলে ছেলেটির যদি মেয়েকে ভাল না লাগে বা অপছন্দ করে তাহল সে মেয়েটিকে এমন ভাবে না করেন যাতে মেয়েটি কষ্ট না পায়। আবার কষ্ট পেলেও যাতে তা সহনীয় মাত্রায় থাকে ছেলেটি সে দিকেও লক্ষ্য রাখেন। কোন কোন ক্ষেত্রে মেয়েটির অতিরিক্ত পিড়াপিড়িতে ছেলেটিকে রাজিও হতে হয়। একই ভাবে একজন ছেল যদি একজন মেয়েক পছন্দ করেন এবং মেয়েটিকে তার পছন্দের কথা জানান আর মেয়েটির যদি ছেলেকে অপন্দ হয় তাহলে ডান-বাম না ভেবেই না করে দেন।

এতে যদি ছেলেটি মারাত্মক ধ্বংসের দিকেও যায় তাপরও মেয়েটি কোন পাত্তাই দেন না। (ব্যতিক্রম অবশ্যই আছে) মেয়েরা এরকম হয় কেন?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।