আমাদের কথা খুঁজে নিন

   

একবার প্রেম হোক

হাসান গুরু বুকের পাঁজরে রাখা বেয়োনেট মৃত্যুকে এবার জন্ম দেবো এই দেহাতি শরীরে। বিধবার চুরি যাওয়া সিঁদুর নিয়ে অবিরাম পাশা খেলা মাংসের মানচিত্রে। কয়েজ বিঘা জমি হলে খুব ভাল হয় সারি সারি বুনে দিতাম, ফর্সা যুবতী মেয়েদের ঠোঁট, স্তন , উরু যত্নবান চাষাবাদ শেষে , হয়ে উঠতাম মহাজন, রসের জমিদার। মায়াবি সিনায় রাখা বেয়োনেট , রোদের উরুতে উড়ে আসা সন্ত্রাস উপেক্ষা করে বার বার মৃত্যুকে জন্ম দেবো । মৃত্যু হলেও তার আগে একবার প্রেম হোক। তবে আর কথা কেন ? পড়ে থাক সংসার জাগতিক সব, বিষাদের নদীতে সাঁতরে সাঁতরে এসো ঠোঁট চুবাই প্রেম পেয়ালায় বেয়োনেট তো রাখাই আছে বুকের পাঁজরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.