আমাদের কথা খুঁজে নিন

   

রহিম বক্সের ইফতার

https://www.facebook.com/tanvir.mh রহিম বক্স আজ ভাল একটা ক্যাফেতে ইফতার করার প্ল্যান করল। কই যাবে কই যাবে ভাবতে ভাবতে বনানীর বোমারসে গেল। ক্যাফের দরজা দিয়ে উকি দিতেই বেচারার দিলের পানি শুকিয়ে গেল। সবাই প্রিয়জনদের নিয়ে কাছাকাছি বসে ইফতারের অপেক্ষা করতেছে। প্রথমে ভয় পেলেও সে ভাবল প্রিয় মানুষকে নিয়ে ইফতার করা জগতের সব থেকে সুখের একটা কাজ।

সে দারোয়ান কে জিজ্ঞাস করল আমিতো একা আসছি আমি কি ইফতার করতে পারব? দারোয়ান জবাব দিল একা আসেন আর মিছিল নিয়া আসেন তাতে আমাদের কি টাকা দিবেন খাবেন। রহিম বক্স দারোয়ানের রুড় আচরণে কষ্ট পেল। সে একটু নিচে নামল একজন কে ফোন দিবে বলে,একা একা খাবেনা মনস্থির করল। হারিয়ে যাওয়া তার সাবেক মন কে ফোন দিল,ভাবল আজ হয়ত সে আমার ফোন ধরবে। ধরার পর বকাও দিবেনা কারন সেতো আজ তাদের সম্পর্ক নিয়ে পুনরায় ভাবার কথা বলবেনা একসাথে বসে ইফতার করতেই বলবে শুধু।

আর একটা ছেলে ইফতারের প্রস্তাবনা দিলে কোন মেয়েই বাজে ব্যবহার করতে পারেনা এটা রহিম বক্সের ধারনা। ভাবতে লাগলো কি বলা যায়। শুধু একটা কথা তার মাথায় এল "বনানীর বোমারসে চলে আসো, একা একা ডুকতে আমার ভয় লাগছে,আর তুমিতো জানই একলা খেলে পেট ভরে কিন্তু মনতো ভরেনা" কথা ঠিক করে ফেলছে এখন শুধু কল দেয়ার পালা। হটাত তার মনে হল কল দিবে কিসের অধিকারে?? মনতো আর এখন তার না। তাই কাউকে বিরক্ত করতে সেচায়না।

বাসায় চলে এলো। বাইরের কোন খাবার সাথে আনলনা। ঘরে যা আছে তা নিয়েই ভাবতে লাগলো। নুডলসের সাথে দুধ মিশিয়ে ১০মিনিট জাল দিয়ে উপরে কয়েকটি কিছমিছ ছিটিয়ে খেয়ে ফেলল। আজ তার মন খারাপ।

সে এখন এতিম টোকাই বাচ্চাদের ইফতার খাওয়ার দৃশ্য দেখতে বের হবে। তাতে যদি তার দুঃখটা একটু হালকা হয়। তানভীর মাহমুদুল হাসান(টেনি) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।